সোমবার গভীর রাতে প্রয়াত হয়েছেন 'কালীঘাটের কাকু'র স্ত্রী কৃষ্ণা ভদ্র। জেলে বসেই আপানজন বিয়গের কথা জানতে পেরেছেন শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। স্ত্রীর মৃত্যুর জানার পরই জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জামিনের আবেদন করলেন 'কাকু'।
গত ৩০শে মে ইডি-র হাতে গ্রেফতারির পর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃ্ষ্ণ ভদ্র। প্রতিবারই বেশ 'কাকু'র জামিনের জন্য তাঁর আইনজীবীর বেশ কয়েকটি যুক্তির মধ্যে অন্যতম ছিল সুজয়কৃষ্ণের স্ত্রীর অসুস্থতা। বলা হত 'কাকু'র স্ত্রী অসুস্থ।, তাঁর স্ত্রী কৃষ্ণাদেবীর দেখাশোনা করতেন স্বামী সুজয়ই। তাই অসুস্থর দেখভালের জন্য সুজকৃষ্ণকে জামিন দেওয়া হোক। তবে প্রত্যেকবারই সেই আবেদন নাকচ হয়েছে।
এসেবর মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন কৃষ্ণা ভদ্র। স্ত্রীর মৃত্যুর পরই আদালতের দ্বারস্থ হলেন 'কালীঘাটের কাকু'। জামিনের আবেদন করেছেন তিনি। আদালত সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার (২৯ জুন) এই আবেদনের শুনানি হতে পারে।
প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গত ৩০ মে ‘কালীঘাটের কাকু’কে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। নিয়োগ মামলাতেই ধৃত কুন্তল ঘোষ ও প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, এঁদের মধ্যেই সেতু রচনার কাজ করতেন ‘কালীঘাটের কাকু’। এছাড়াও তিনি নিজের একাধিক সংস্থা ও হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেন করতেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।
ইডি সূত্রে খবর, এদিন 'কাকু'র জামিনের আবেদনের পর তার বিরোধিতা করবে তারা।