এসএসকেএম হাসপাতালের বেডে শুয়েও জামিন পেতে আইনি লড়াই জারি রেখেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিম্ন আদালতের রায়কে চ্যলেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাঁর আইনজীবী। মামলা দায়েরে অনুমতি দিয়েছেন বিচারপতি।
বঙ্গে নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান 'চাঁই' তিনি। এমনই দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-সিবিআইয়ের। তবে ধৃত সুজয়কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন মামলার শুনানি হয়।
আরও পড়ুন- মাঝসমুদ্রে ভয়াবহ-কাণ্ড! তোলপাড় মুহূর্তে চরম বিপদের মুখে ৮ মৎস্যজীবী
যদিও হাসপাতালে ভর্তি থাকার কারণে সশরীরে শুনানিতে হাজির থাকতে পারেননি তিনি। আদালতে তাঁর আইনজীবী জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্রের ধমনীতে ৩টি ব্লকেজ আছে, ইতিমধ্যেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। কালীঘাটের কাকুর ওপেন হার্ট সার্জারি করতে হবে বলেও জানানো হয়েছে আদালতে।
আরও পড়ুন- দুমড়ে-মুচড়ে গিয়েছে শরীর-মন! ভালো নেই ‘কালীঘাটের কাকু’, উদ্বিগ্ন চিকিৎসকরাও
বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা করানোর আর্জিতে ছাড়পত্র দিতে আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও গতকাল শুনানি শেষে কালীঘাটের কাকুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক। একইসঙ্গে বেসরকারি হাসপাতালে নয়, এসএসকেএম হাসপাতালেই সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- আর নয় ঢাক-ঢাক গুড় গুড়! দক্ষিণবঙ্গে নাগাড়ে তুমুল বৃষ্টি কবে থেকে?
তবে শুক্রবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকুর চিকিৎসা এবং তাঁর জামিনের আর্জি জানানো হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।