Advertisment

স্বস্তি 'কালীঘাটের কাকু'র, আদালতে আপত্তি প্রত্যাহার ইডি'র!

হাইকোর্টের বিচারক বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কী নির্দেশ?

author-image
IE Bangla Web Desk
New Update
ED may move HC against SSKM for failing to collect Sujaykrishna Bhadras voice sample

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'।

ইডি-র আপত্তি নেই। বেসরকারি হাসপাতালেই হতে পারে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র অস্ত্রোপচার। বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। হাইকোর্টের বিচারক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অবশ্য জানিয়েছে, চিকিৎসার জন্য 'কাকু' জামিন পাবেন না। কড়া সরক্ষাবলয়ের মধ্যেই চলবে চিকিৎসা। জেলের নিরাপত্তার পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীও হাসপাতালে থাকবে নিরাপত্তার জন্য।

Advertisment

প্যারোল শেষে গত মাসের ১৭ তারিখ প্রেসিডেন্সি জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। জানা যায়, হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ। বাইপাস সার্জারির প্রয়োজন। এরপরই আদালতে 'কাকু'র আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে, তাঁর মক্কেলের ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে। বাইপাস সার্জারি করাতে হতে পারে। সেই কারণেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আগ্রহী সুজয়কৃষ্ণ। কিন্তু আপত্তি তোলে ইডি। কেন্দ্রীয় এজেন্সি জানায়, তারা এসএসকেএমেই 'কালীঘাটের কাকু'র চিকিৎসা করানোর পক্ষপাতী। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত নথি দিল্লি এইমসে পাঠিয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শও নিতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন- আমেরিকার চিকিৎসকের সঙ্গে ছবি ভাইরাল, চক্ষু পরীক্ষার পর এখন কেমন আছেন অভিষেক?

আদালত এ বিষয়ে ইডির আপত্তির কারণ জানতে চেয়েছিল। বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করেছিলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অসুবিধা কোথায়? বিচারপতি বলতে শোনা যায় যে, প্রত্যেকের হাসপাতাল নিয়ে নিজস্ব পছন্দ-অপছন্দ থাকতে পারে। এর পরেই ইডিকে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন- অবশেষে হাসপাতাল থেকে ছুটি বুদ্ধবাবুর, বাড়িতে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

এরপর গত বৃহস্পতিবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবারের মধ্যে সেই মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ইডি জানিয়েছে, সুজয়কৃষ্ণের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে করানোর বিষয়ে তাদের কোনও আপত্তি নেই।

নিয়োগ মামলায় অন্যতম 'চক্রী' বলে 'কালীঘাটের কাকু'কে আদালতে দাবি করেছে ইডি। 'কাকু' মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মধ্যস্থতাকারী বলেও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। গত ৩০ মে সুজযকৃষ্ণকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Calcutta High Court Enforcement Directorate WB SSC Scam kalighater kaku Sujaykrishna Bhadra
Advertisment