Advertisment

'কু-কথা'র ফুলঝুড়ি ছোটালেন 'কালীঘাটের কাকু', বুকে ব্যথা নিয়েও তেড়েফুঁড়ে উঠলেন

বুকে ব্যথা অনুভব করায় সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে আনা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
ED may move HC against SSKM for failing to collect Sujaykrishna Bhadras voice sample

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'।

'কু-কথা'র বন্যা বইয়ে দিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বাইপাস সার্জারির পর আজই হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। তবে জেলে ফিরেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। ঝুঁকি নেয়নি জেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি তাঁকে পাঠানো হয় এসএসকেএমে। সেখানেই ইডির তল্লাশি নিয়ে প্রশ্ন করতেই রীতিমতো মেজাজ হারান তিনি।

Advertisment

কালীঘাটের কাকুর মুখে কু-কথার স্রোত। সপ্তাহখানেক আগেই শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের বাইপাস সার্জারি হয়েছে। দিন সাতেক ওই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্সি জেলে ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি।

সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর বুকে ব্যথা হচ্ছে বলায় আর ঝুঁকি নেয়নি জেল কর্তৃপক্ষও। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে অ্যাম্বুল্যান্স থেকে নামতেই সাংবাদিকরা ইডির তল্লাশি নিয়ে তাঁকে প্রশ্ন করেন। সোমবারই কলকাতায় সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক ঠিকানায় হানা দেয় ইডি।

আরও পড়ুন- একাহিনী চোখে জল আনবে! মৃত্যুর ৪৭ দিন পর বিদেশ থেকে শ্রমিকের দেহ বাড়িতে

নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে গতকাল থেকে একটানা ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়েছে ইডি। সেপ্রসঙ্গে প্রশ্ন করতেই মেজাজ হারান কাকু। কু-কথার ফুলঝুড়ি ছোটে সুজয়কৃষ্ণ ভদ্রের মুখে। এদিন প্রথমে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজির এমার্জেন্সি বিভাগে আনা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। তাঁর ইসিজি করা হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ED SSKM SSKM Hospital WB SSC Scam kalighater kaku Sujaykrishna Bhadra
Advertisment