এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত জেলবন্দি 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী কৃষ্ণা ভদ্র প্রয়াত। সোমবার রাত ১টা নাগাদ নিউ আলিপুরের বাড়িতেই কৃষ্ণাদেবী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণ ভদ্র। স্ত্রীর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্সি সংশোধানাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে।
গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে 'কালীঘাটের কাকু'কে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। এই নিয়োগ মামলাতেই ধৃত কুন্তল ঘোষ ও প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, এঁদের মধ্যেই সেতু রচনার কাজ করতেন 'কালীঘাটের কাকু'। এছাড়াও তিনি নিজের একাধিক সংস্থা ও হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেন করতেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।
আরও পড়ুন- এবার আদালতে ‘কালীঘাটের কাকু’, নাছোড়বান্দা ইডি-ও
গ্রেফতার পর থেকেই সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা একাধিকবার তাঁর জামিনের আবেদন করেছিলেন। মক্কেলকে নির্দোষ বলে দাবি করে আইনজীবীদের যুক্তি ছিল, সুজয়কৃষ্ণ ওরফে 'কালীঘাটের কাকু'র স্ত্রী অসুস্থ। স্ত্রীর দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ। ফলে তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু বারে বারেই আদালত জামিন খারিজ করেছে। এর মধ্যেই চলে গেলেন 'কাকু'র স্ত্রী কৃষ্ণা ভদ্র।
আরও পড়ুন- মমতার সফরের মাঝেই কোচবিহারে বেলাগাম হিংসা, গুলিতে নিহত এক তৃণমূল কর্মী, জখম ৭