Advertisment

আজ কল্পতরু উৎসব, ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে, নয়া সাজে মা ভবতারিণী

Kalpataru Utsav-Dakshineswar Temple: এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalpataru Utsav 2024 Dakshineswar Kali Temple Huge devotes are gathered

ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Kalpataru Utsav-Dakshineswar Temple: আজ কল্পতরু উৎসব। এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেজেছেন নয়া সাজে।

Advertisment
publive-image

এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

আজ কল্পতরু উৎসব। কথিত রয়েছে, আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগী-শিষ্যরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। কল্পতরু উৎসব বিভিন্ন জায়গায় পালন করা হয়। তবে মূলত কাশীপুর উদ্যানবাটীতেই এই উৎসব মহাসমপরোহে পালিত হয়ে তাকে। কাশীপুর উদ্যানবাটীতেই শ্রীরামকৃষ্ণদেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন।

publive-image

এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

আরও পড়ুন- Kalpataru Utsav: আজকের দিনে কীভাবে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ? কারা ছিলেন সঙ্গে?

publive-image

এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

এদিকে আজ কল্পতরু উৎসবের দিনে সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দিরও। নতুন সাজে সাজানো হয়েছে মা ভবতারিণীকে। নতুন বেনারসি, গয়নায় সাজানো হয়েছে মাকে। এরাজ্য তো বটেই এমনকী আজকের এই বিশেষ দিনে ভিনরাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে এসেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। ভক্তদের বিপুল ভিড় নিয়ন্ত্রণে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটোসাঁটো করা হয়েছে।

West Bengal Dakshineswar Sri Ramakrishna Kalpataru Utsav
Advertisment