'মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমি নির্দোষ।' শুক্রবার এই মন্তব্য করেন ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়েছে। 'সব জানেন' বলে কীসের ইঙ্গিত করতে চেয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত 'বালু'? তাহলে কী দুর্নীতির সব ঘটনা জানতেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তা নিয়েই জোর চর্চা। মমতা-অভিষেকের নাম ওঠায় অস্বস্তির মধ্যে জোড়াফুল। এসবের মধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয়কে কড়া ভাষায আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মমতার পাশে কল্যাণ
'কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন? ওনারা কী জানেন মানে? মমতা বন্দ্যোপাধ্যায় কী জানবেন? জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি হয়েছে বলে থাকে, আগে তাহলে দুর্নীতি নিয়ে ও পদক্ষেপ করেনি কেন? এক নম্বর প্রশ্ন। দু'নম্বর প্রশ্ন, দুর্নীতি হচ্ছে, এই বলে উনি কী কোনও চিঠি লিখেছিলেন? দুর্নীতি বন্ধ করতে উনি কী পদক্ষেপ করেছিলেন?'
'অন্যায় করেছেন জ্যোতিপ্রিয়'
'মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজন একটা দায়িত্ব দিয়েছে। তার যদি পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানি কোথাও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? অন্যায় করেছেন জ্যোতিপ্রিয়। অভিষেকের নামটা আসছে কেন এসবের মধ্যে?'
কী বলেছেন বালু?
'আমি নির্দোষ। আমাকে ফাঁসিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। দলের সঙ্গে ছিলাম আছি ও থাকব। আমি নির্দোষ। মমতাদি সব জানেন। দু’দিনের মধ্যে সত্য প্রকাশ হয়ে যাবে।'
কোন সত্য প্রকাশের কথা বললেন ধৃত জ্যোতিপ্রিয়? রেশন দুর্নীতি মামলায় এখন তা নিয়ে নানা জল্পনা! জ্যোতিপ্রিয়র মন্তব্য কী খতিয়ে দেখবেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা? দেখার রেশন দুর্নীতি কাণ্ডে এখন কোন দিকে মোড় নেয়।