দেখেই মুখে হাসি, বিজেপি'র দিলীপকে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন তৃণমূলে'র কল্যাণ! কী ব্যাপার?

বীরল ঘটনা।

বীরল ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
kalyan banerjee congratulates dilip ghosh for probable ministry berth at parliament , দেখেই মুখে হাসি, বিজেপি'র দিলীপকে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন তৃণমূলে'র কল্যাণ! কী ব্যাপার?

দিলীপ ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দলীয় সংগঠনের কেন্দ্রীয় পদ খুইয়েছেন। জল্পনা কেন্দ্রীয় মন্ত্রিসভায় নাকি ঠাঁই পাচ্ছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ! এই চর্চার মাঝেই আচমকা চোখাচুখি সাংসদ দিলীপ ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এমনিতে প্রতিপক্ষ শিবিরের তাঁরা। কিন্তু, সুখবর চাউর হতেই মেদিনীপুরের সাংসদকে দেখতে পেয়ে আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সংসদ চত্বরে দিলীপ ঘোষ এবং কল্যাণ বন্দোপাধ্যায়ের সাক্ষাতের ছবি ছড়িয়েছে সমাজ মাধ্যমে।

লোকসভা ভোট জিততে গত এপ্রিলেই বাংলায় টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। লোকসবা ভোটের প্রস্তুতিও শুরু করেছে গেরুয়া শিবির। দিন কয়েক আগে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তিনি। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে অমিত শাহ, জে পি নাড্ডারও ছিলেন।

Advertisment

অন্যদিকে, দিল্লি থেকে মোদী সরকারকে উৎখাতে 'ইন্ডিয়া' জোট গঠন করেছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। সেই জোটের শরিক কংগ্রেস, তৃণমূল।

এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ দুই শিবিরের 'ঠোটকাটা' নামে পরিচিত দুই সাংসদের হাসিমুখে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান বেশ তাৎপর্যবাহী।

আরও পড়ুন- ‘পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে’, ব্রিগেড থেকে CPIM-কে তুলোধনা SUCI-এর

tmc bjp dilip ghosh Kalyan Banerjee