New Update
/indian-express-bangla/media/media_files/hIR7Afd2JCbWrWnaKWE9.jpg)
মা দুর্গার সামনে হাপুস নয়নে কেঁদে ভাসালেন দুঁদে আইনজীবী তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়- ছবি- উত্তম দত্ত
মা দুর্গার সামনে হাপুস নয়নে কেঁদে ভাসালেন দুঁদে আইনজীবী তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়- ছবি- উত্তম দত্ত
Kalyan Banerjee: সন্ধি পুজো শেষে আরতি! তারপরই মা দুর্গার সামনে হাপুস নয়নে কেঁদে ভাসালেন দুঁদে আইনজীবী তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই জমকালো পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে। সাবেকি প্রতিমা আর লন্ডনের স্বামী নারায়ন মন্দিরের আদলে মন্ডপ তৈরী হয়েছে এবার। যা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে।
তিথি অনুযায়ী খুব ভোরে আজ অষ্টমী পুজো হয়। তার পরই হয় সন্ধি পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো। আর সেই পুজো শেষে আরতি করার সময় কাঁদলেন কল্যাণ। আরতি শেষে 'মা, মা' করে কেঁদে ভাসালেন শ্রীরামপুর লোকসভার সাংসদ।
রাজ আমলের রীতি মেনে নবমীতে কুমারী পুজো, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ঢল
সন্ধি পুজোর আরতি করার সময় আবেগতাড়িত হয়ে পড়েন তৃণমূল সাংসদ। সেই ভিডিও এখন দাবানলের মতো এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।