Kalyan Banerjee: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল নেমে শেষমেষ মেজাজ হারালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ কলকাতা হাইকোর্ট চত্বরে মিছিল করেন আইনজীবীরা। দলমত নির্বিশেষে এই মিছিলে যোগ দেন আইনজীবীরা। সেই মিছিল হাইকোর্ট চত্বরে পৌঁছোলে হঠাৎই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন অন্য আইনজীবীর সঙ্গে।
এদিন দলমত নির্বিশেষে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হেঁটেছিলেন আইনজীবীরা। কলকাতা হাইকোর্ট চত্বরে মিছিল পৌঁছতে আচমকা মেজাজ হারাতে দেখা যায় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরজি কর কাণ্ডের প্রতিবাদে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। বিকাশরঞ্জন ভট্টাচার্য সেই মন্তব্যের তুমুল আপত্তি তুলতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শাসকদলের সাংসদকে বলতে শোনা যায় যে বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে এব্যাপারে কোনও তথ্য থাকলে তিনি তা সিবিআইকে দিতে পারেন। সেটা না করে কেন সংবাদ মাধ্যমকে তিনি সেই তথ্য দিচ্ছেন এদিন সেই প্রশ্ন তুলতে শুরু করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এরপর আরও এক আইনজীবীর সঙ্গেও বচসা বাধে কল্যাণের। কয়েকজনের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় তৃণমূল সাংসদের। সেখানে থাকা অন্য আইনজীবীরা কোনওমতে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন- সুখেন্দুশেখরের পর এবার 'বিদ্রোহী' কল্যাণ? আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে তৃণমূল সাংসদ
আরও পড়ুন- দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। মারাত্মক এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরেও জলঘোলা তুঙ্গে। ইতিমধ্যেই দলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় আরজি কর ইস্যুতে দলের লাইনের উল্টো পথে হেঁটে জোড়াফুলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন।
আরও পড়ুন- RG Kar Incident Kolkata: চিকিৎসকদের মিছিলে স্তব্ধ কলকাতা, আরজি কর কাণ্ডে লালবাজারে কুনাল সরকাররা
সুখেন্দুশেখর রায়ের তীব্র সমালোচনায় সরব হয়েছেন কুণাল ঘোষ। এমনকী লালবাজারে পর্যন্ত তলব করা হয়েছে সুখেন্দুশেখর রায়কে। তারও আগে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে মুখ খুলতে দেখা গিয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেনকে।