/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Pramiti-Banerjee.jpg)
RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে তৃণমূল সাংসদের মেয়ে।
RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে প্রমিতী বন্দ্যোপাধ্যায়। মহিলা হিসেবে তিনিও নিরাপত্তার অভাব বোধ করছেন বলে স্পষ্ট জানিয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিকে। এমনকী গত রবিবার ফুটবল সমর্থকদের জমায়েতে পুলিশের লাঠিচার্জেরও কড়া নিন্দা করেছেন তৃণমূলের আইনজীবী সাংসদের এই আইনজীবী মেয়ে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি বাংলায়। আইনজীবীরাও পথে নেমে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আইনজীবীদের সেই প্রতিবাদ মিছিলে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আইনজীবী প্রমিতী বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "নিরাপত্তার অভাব বোধ করছি আমিও। মহিলা হিসেবে আমিও এই অভাব বোধ করছি। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমার শহরে এই ঘটনাটা ঘটে গেল। আমরা এখন CBI-এর দিকে তাকিয়ে আছি।"
এর আগে গত রবিবার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে শহর কলকাতার তিন ফুটবল ক্লাবের সমর্থকদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করেছিল। সেই ঘটনার অত্যন্ত নিন্দা করেছেন প্রমিতী। পুলিশকে তুলোধনা করে শাসকদলের এই সাংসদের আইনজীবী মেয়ে বলেন, "ট্রোল করার জন্য, খবর ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশের এত তৎপরতা! তৎপরতাটা তাদের কোথায় দেখানো উচিত এখন সেটা নিয়েই তো প্রশ্ন উঠে গেছে।"
আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ-আন্দোলনের ঝাঁঝ ছড়িয়ে পড়ছে। কলকাতা হাইকোর্ট, আলিপুর কোর্টের আইনজীবীরা প্রতিবাদ মিছিল হেঁটেছেন। সেই মিছিলে হেঁটেছিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। গতকাল হাইকোর্ট চত্বরে সিপিএমের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাকবিতণ্ডাতেও জড়াতে দেখা গিয়েছিল। এবার তাঁরই মেয়ে তাঁরই দলের নেতৃত্বাধীন সরকারের পুলিশ বিভাগের বিরুদ্ধে যারপরনাই ক্ষোভ উগড়ে দিলেন।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ABVP-র স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার! লাঠিচার্জ-ইট ছোড়ারঅভিযোগ