উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। "আইনের একজন উজ্বলতম ব্যক্তিত্ত্ব হিসেবে আমি তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করি।" এক্স হ্যান্ডেলে এভাবেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সংসদের বাইরে ধনকড়কে নিয়ে অঙ্গভঙ্গি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
এক্স হ্যান্ডেল কী লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
"মাননীয় উপরাষ্ট্রপতি শ্রদ্ধেয় ধনকড়জি আমার পেশার সঙ্গেই (তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট) যুক্ত। একজন আইনের আলোকিত ব্যক্তি হিসেবে আমি তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করি। ভারতের উপ-রাষ্ট্রপতির প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে।"
উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে দিন কয়েক আগেই সংসদ ভবনের বাইরে বেশ কিছু অঙ্গভঙ্গি করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনকড়ের কথা বলার ধরন, শরীরী ভাষা নকল করেছিলেন কল্যাণ। রাহুল গান্ধী কল্যাণের সেই অঙ্গভঙ্গি ভিডিও রেকর্ডিং করেছেন। তৃণমূল সাংসদের এহেন আচরণের বিরুদ্ধে সংসদের ভিতরেই মুখ খুলেছিলেন ধনকড় নিজে। এই ধরণের আচরণ অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্যও করেছিলেন তিনি।
আরও পড়ুন- শ্রেষ্ঠত্বের নজরকাড়া সম্মান মুঠোয়! অভাবনীয় কীর্তিতে বাংলার মুখ উজ্বল করল একরত্তি শিশু
এমনকী খোদ প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যেপাধ্যায়ের আচরণ প্রসঙ্গে মুখ খুলেছেন। ফোনে জগদীপ ধনকড়ের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। তাঁকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের জন্য দুঃখপ্রকাশও করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন উপরাষ্ট্রপতি নিজে।
আরও পড়ুন- Premium: কবিগুরু থেকে নেতাজি, ২০০ বছরের পুরনো এই দোকানের আতরের আদরে মাখামাখি থাকতেন
যদিও এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তাঁর ওই আচরণ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেছেন। ধনকড়কে নকল করে তাঁকে অপমানের উদ্দেশ্য তাঁর ছিল না বলে সাফাই দিতে দেখা গিয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ববন্দ্যেপাধ্যায়ও কল্যাণ বন্দ্যেপাধ্যায়ের ওই আচরণ আপত্তিকর বলে মনে করেন না। বরং 'হালকা চালে' কল্যাণ ওই কান্ড ঘটিয়েছেন বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।