Advertisment

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি: সিবিআই তদন্তের আর্জি খারিজ, সিআইডি-তেই আস্থা হাইকোর্টের

এই নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyani AIIMS Calcutta HC recruitment scam CID CBI

সিআইডি-র হাতেই তদন্তভার রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিআইডি-র হাতেই তদন্তভার রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলা খারিজ।

Advertisment

প্রসঙ্গত, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। এই মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে তাঁর মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। সেই নিয়ে তদন্ত করছিল সিআইডি। সেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।

এই নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি বণ্টনের অভিযোগ দায়ের হয়। বিজেপি ঘনিষ্ঠদের চাকরি পাইয়ের দেওয়ার অভিযোগও ওঠে। নীলাদ্রি-কন্যা মৈত্রী দানা নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ। ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩০ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন মৈত্রী। সেই চাকরি পাইয়ে দিয়েছেন সুভাষ সরকার, এমন অভিযোগ ওঠে।

আরও পড়ুন পুজো অনুদান নিয়ে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের রায়ে বিরাট স্বস্তি রাজ্যের

তদন্তে নেমে মৈত্রীকে জেরা করেছেন সিআইডি কর্তারা। বিধায়ককেও তলব করা হয়। গয়েশপুরের এক বিজেপি নেত্রী সংবাদমাধ্যমে অভিযোগ করেন, এইমসে চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে দলের এক সাংসদ টাকা চান। এর পরই পদ হারান ওই নেত্রী। আরও এক বিজেপি কর্মী সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়োগ দুর্নীতি নিয়ে চিঠি লেখেন। কল্যাণী থানায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ঘনিষ্ঠদের বেআইনি ভাবে এইমসে চাকরি দেওয়ার অভিযোগ দায়ের হয়।

সম্প্রতি রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে এইমসে চাকরি দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন হবিবপুরের এক যুবক। রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

bjp cbi CID West Bengal kalyani AIIMS
Advertisment