Kamakhya Express train derailed: রবিবার ফের বিরাট দুর্ঘটনা। ওড়িশায় লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস। এসএমভিটি বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত। বেঙ্গালুরু থেকে কামাখ্যাগামী এই ট্রেন ওডিশার কটক স্টেশন ছেড়ে মাঙ্গুলির কাছে দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে ট্রেনের ১১ টি বগি লাইনচ্যুত হয়। যার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসএমভিটি বেঙ্গালুরু – কামাখ্যা এসি এসএফ এক্সপ্রেস (১২৫৫১) বেঙ্গালুরু থেকে গুয়াহাটি যাচ্ছিল। সকাল ১১.৫৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
আবারও বড়সড় ট্রেন দুর্ঘটনা। ব্যাঙ্গালুরু থেকে অসমের দিকে যাওয়ার পথে চলন্ত কামাক্ষা এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। ওড়িশার কটক স্টেশন ছেড়ে যাওয়ার কিছু পরেই এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে কটকের মাঙ্গুলি এলাকার কাছে আচমকায় এই কামাখ্যা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তুমুল আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। যদিও এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
শেষ হওয়ার খবর অনুযায়ী, কামাক্ষা এক্সপ্রেস এর বেশ কয়েকটি এসি কামরা লাইনচ্যুত হয়েছ। ওই শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনার দিকে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।