Advertisment

Kamarhati Case: কামারহাটি ভিডিও কাণ্ডে জয়ন্ত সিংয়ের ৬ সঙ্গী ধৃত, নির্যাতিতদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ

Kamarhati Horror Video Case: কামারহাটিতে ভিডিও কাণ্ডে জয়ন্ত সিংয়ের ৬ সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া সাংবাদিক সম্মেলন করে জানালেন, জয়ন্ত সিংয়ের ৬ সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Horror, Jayant Singh, Woman Flogged

West Bengal Horror: আড়িয়াদহ-কাণ্ডে জয়ন্ত সিংয়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল।

Kamarhati Horror Video Case: কামারহাটিতে ভিডিও কাণ্ডে (Kamarhati Horror Video Case) জয়ন্ত সিংয়ের ৬ সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া সাংবাদিক সম্মেলন করে জানালেন, জয়ন্ত সিংয়ের ৬ সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ভিডিও কাণ্ডে নির্যাতিতদেরও খোঁজ চলছে। যত পুরনোই হোক না কেন ভিডিওটি, তদন্ত করে উপযুক্ত শাস্তি দোষীরা পাবেন বলে আশ্বস্ত করেছেন পুলিশ কমিশনার।

Advertisment

এদিন অলোক রাজোরিয়া জানিয়েছেন, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্তা নামের এক ব্যক্তির বাড়িতে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। কিন্তু তিনি থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। চুরির ঘটনায় এক দম্পতির দিকে সন্দেহ হয় স্থানীয়দের একাংশের। কামারহাটির আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে ওই দু’জনকে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

পুলিশ কমিশনারের দাবি, ভিডিওতে যাঁকে মারধর করতে দেখা গিয়েছে, তিনি সম্ভবত একজন পুরুষ। তবুও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে আইন কেউ হাতে তুলে নিলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন অলোক রাজোরিয়া। এই ঘটনায় এখনও পর্যন্ত জয়ন্ত সিংয়ের সঙ্গী অভিষেক বর্মণ, সুভাষ বেরা এবং সুমন দে-সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনও দুজন অধরা। তাঁদের খোঁজ চলছে।

প্রসঙ্গত, আড়িয়াদহ কাণ্ডে জড়িত তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের আরও একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় মঙ্গলবার। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত জয়ন্ত সিংয়ের সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

আরও পড়ুন West Bengal Horror: চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠিপেটা, ক্লাবের ভিতরে নৃশংস অত্যাচার, ভাইরাল ভিডিওয় বিতর্ক

ভিডিওতে দেখা গিয়েছে, একজনকে একটি ঘরের মধ্যে চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। যাঁকে মারা হচ্ছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং সাহায্যের জন্য আর্তনাদ করছেন। বিজেপির দাবি, ভিডিওতে লাঠি হাতে মারতে দেখা গিয়েছে জয়ন্ত সিংকে। সুকান্ত-অমিতদের দাবি, কামারহাটির তালতলা ক্লাবে এক মহিলাকে মারধর করছেন জয়ন্ত এবং তাঁর দলবল।

ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁরা লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তৃণমূল সরকারের আমলে মানবিকতা ভূলুন্ঠিত। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং বিচার চাই।’ কিছুদিন আগেই কামারহাটি এলাকার আড়িয়াদহে এক কলেজ পড়ুয়া এবং তাঁর মাকে গণপিটুনিতে অভিযুক্ত হন জয়ন্ত সিং। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। যদিও পুলিশের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে।

tmc bjp West Bengal Viral Video Barrackpore Kamarhati
Advertisment