Advertisment

ফের ছাদনাতলায় ভূবন বাদ্যকার! রহস্য ফাঁস করলেন কাঁচা বাদাম গানের স্রষ্টা

তাঁর বিয়ের রটনা নিয়ে উত্তাল হয়েছে সোশাল মিডিয়া। তাহলে কী সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঁচা বাদাম খ্যাত ভূবন?

author-image
IE Bangla Web Desk
New Update
kancha badamwala bhuvan badyakar on second time marriage

কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর।

পরিচিতি তাঁর বিরম্বনা বাড়িয়েছে। কাঁচা বাদামের গান খ্যাতি দিয়েছে। পকেটও ভরিয়েছে একসময়ের বাদামওয়ালার। সম্প্রতি গাড়ি শিখতে গিয়ে বীরভূমে নিজের গ্রামেই দুর্ঘটনা ঘটেছে ভূবন বাদ্যকারের। কিন্তু তাঁর বিয়ের রটনা নিয়ে উত্তাল হয়েছে সোশাল মিডিয়া। তাহলে কী সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঁচা বাদাম খ্যাত ভূবন? বিষয়টা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে স্পষ্ট করেছেন ভূবনবাবু।

Advertisment

আপনার বিয়ের খবর নিয়ে চারিদিকে চর্চা চলছে?

জাবাবে কী বলেছেন ভূবন বাদ্যকার?

'এগুলি সব ফেক খবর। অনেক হিরো টাকা দিয়েছে, এসবও রটানো হচ্ছে। বলুন আমি কী তেমন মানুষ যে আমি আবার বিয়ে করব? আমি কতজনকে জবাব দিয়েছি, আমার কী স্ত্রী নেই যে আমি আবার দুসরা বিয়ে করব? অনেকে বলছেন দাদা তুমি তো অনেক কামাই করছো। কামাই করেছি বলে কী বিয়ে করে নেব? আমার বউ-বেটা, লাতি-পুতি আছে। ওইসব ফেক।'

কেন মানুষজন এসব রটাচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন ভূবনাবাবু? তারঁ কথায়, 'কী করব। মানুষের মনে হিংসা আছে।'

কাঁচা বাদাম ফেরি করে গান করে ভাইরাল হয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন বীরভূমের দুবরাজপুরের কড়ালজুড়ি গ্রামের ভূবন বাদ্যকার। সম্প্রতি নির্বাচনী প্রচারেও তাঁকে রোড শো করতে দেখা গিয়েছে। গাড়ি শিখতে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরেছেন তিনি। চোখেমুখে আঘাত পেয়েছেন। চিকিৎসকরা ভূবনবাবুকে সাত দিন বিশ্রাম নিতে বলেছেন। এর ফলে অনেক অনুষ্ঠান তাঁকে বাতিল করতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বিগত ১০-১২ বছর ধরে বাদাম বিক্রি করছেন বীরভূমের কড়ালজুড়ির বাসিন্দা বছর পঞ্চান্নর ভুবন বাদ্যকার। পঞ্চম শ্রেণিতে পড়া ছাড়তে হয়েছে। এর আগে মুনিশ খেটে সংসার চালাতে হয়েছে। একথা তিনি নিজেই জানিয়েছেন। তাঁর সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে। প্রথম দিকে তাঁর গান ভাইরাল হওয়ার পর সকাল হতেই বীরভূমে বাদামওয়ালার গ্রামের বাড়িতে লোকের ভিড় লেগে থাকতো। তারপর তাঁর গান আরও ছড়িয়েছে। নানা জায়গায় আমন্ত্রণ পেয়েছেন তিনি। 'সেলিব্রেটি' হতেই নানা রটনাও শুরু হয়েছে ভূবনবাবুকে ঘিরে।

Birbhum Bhuvan Badyakar
Advertisment