Nomination Filing Of Kalyan Banerjee: শুক্রবার দুপুরে চুঁচুড়া তে মনোনয়ন পত্র জমা দিলেন কল্যাণ বন্দোপাধ্যায়। তবে দেখা গেল না কাঞ্চন সহ তিন তৃণমূল বিধায়ককে!
বৃহস্পতিবার উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর ধরেই নেওয়া হয়েছিল তিনি সম্ভবত আজ অনুপস্থিত থাকবেন। হলও তাই। এছাড়াও শ্রীরামপুর ও চণ্ডীতলার বিধায়ককেও এ দিন দেখতে পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের অভিমত, দু'জনের সঙ্গেই বিদায়ী সাংসদের সম্পর্কটা সুমধুর নয় বলে নিন্দুকেরা বলেন।
তবে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বাকি ৪ বিধায়ক এবং লোকসভার অন্তর্গত সমস্ত পুরসভার পুরপ্রধানরা ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এ দিন চুঁচুড়ায় এডিএম শ্রীমতী কুহক ভূষণের অফিসে মনোনয়নপত্র জমা দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। এ দিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কল্যাণ জানালেন তিনি দেড় লাখ ভোটে জিতবেন। তবে জনগণের দাবী সেটা ২ লাখ মার্জিনে নিয়ে যাওয়া। তাই জেতা নিয়ে নয়, মার্জিন কতটা বাড়ানো যায় সেটা নিয়েই চিন্তায় রয়েছে তৃণমূলের পোড়খাওয়া এই প্রার্থী।
আরও পড়ুন- Kanchan Mullick: কী বলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ? মুখ খুলেই হইচই বাঁধালেন কাঞ্চন
পরপর তিনবারের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। এবার জিতলে চতুর্থবার। এবারও শ্রীরামপুর থেকেই টিকিট পেয়েছেন। বিপরীতে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রতিপক্ষ দুই দলের প্রার্থী কবীর শঙ্কর বসু এবং দিপ্সিতা ধর। এর মাঝে আবার আইএসএফ প্রার্থীও। লড়াই কঠিন, তবে কল্যাণের সাফ দাবি, এবারে সব বিধানসভা থেকেই তিনি লিড নেবেন। জয়ের ব্যবধানও থাকবে দুই লাখের মধ্যে।