Advertisment

Kanchan Mullick: কী বলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ? মুখ খুলেই হইচই বাঁধালেন কাঞ্চন

TMC Mla Kanchan Mullick: বৃহস্পতিবার শ্রীরামপুরে দলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। উত্তর পাড়ার তৃণমূল বিধায়ককে নিয়ে প্রচারে বেরোতে রাজি হননি কল্যাণ। কল্যাণের গাড়িতে উঠেও পরে নেমে যেতে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে। যা নিয়ে গতকাল দিনভর তুমুল চর্চা ছড়িয়েছে। গতকালের ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন কাঞ্চন নিজেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Kanchan Mullick tells what Kalyan Banerjee told him

Kanchan Mullick-Kalyan Banerjee: কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Kanchan Mullick-Kalyan Banerjee: শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) হয়ে প্রচারে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)। গতকাল কল্যাণের গাড়িতে উঠেও শেষমেশ কাঞ্চনকে নেমে যেতে দেখা গিয়েছে। অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। কাঞ্চন তাঁর সঙ্গে প্রচারে গেলে মহিলারা ভালোভাবে নিচ্ছেন না বলে প্রকাশ্যে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক ঘটেছিল? কল্যাণ তাঁকে আর কী কী বলেছিলেন? সবটাই এবার খোলসা করলেন কাঞ্চন নিজে।

Advertisment

গতকালের ঘটনা নিয়ে চর্চা কম হয়নি। বৃহস্পতিবার দিনভর শ্রীরামপুরে কাঞ্চনের প্রতি কল্যাণের 'ব্যবহার' চর্চায় ছিল। সেই ঘটনা নিয়ে সংবাদ প্রতিদিন ডট ইনের তরফে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন, "আমাকে নামিয়ে দেননি। আমি যখন উঠলাম আমাকে বললেন, 'গ্রামে প্রচারে যেও না। গ্রামের লোকেরা তোমাকে দেখলে রিঅ্যাক্ট করছে। সরি টু সে। আমাকে ভোটটা করতে দাও।' আমাকে এটা বলেছে আমি নেমে গেছি।"

গ্রামের মহিলারা তাঁকে দেখলে সত্যিই ক্ষেপে যাচ্ছেন? এব্যাপারে কাঞ্চন বলেছেন, "উনি বলছেন 'রিঅ্যাক্ট করছে'। তবে আমি যখন প্রচারে গেছি, আমি দেখিনি। মহিলাদের কেউ যেমন আমাকে সাধুবাদও জানায়নি, তেমনই কেউ বিক্ষোভও দেখায়নি। এটা নিয়ে আর কথা বলব না।"

আরও পড়ুন- Mamata Banerjee-Dev: ভোটের মুখে মমতাকে কী বলেছিলেন দেব? অভিনেতাকে পাশে নিয়েই ‘ফাঁস’ করলেন তৃণমূলনেত্রী

উল্লেখ্য, গতকাল লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) প্রচারে শ্রীরামপুরে দলের প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তবে কাঞ্চন কল্যাণের প্রচার গাড়িতে ওঠার পরেই বিপত্তি তৈরি হয়। কাঞ্চনকে নিয়ে গ্রামে প্রচারে যেতে রাজি ছিলেন না কল্যাণ। এমনকী গাড়িতে উঠেও শেষমেশ নেমে যেতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিককে।

আরও পড়ুন- Kalyan VS Kanchan: কাঞ্চনকে দেখেই রে-রে করলেন গ্রামের মহিলারা! সাবধানী কল্যাণ, প্রচার থেকে হটালেন উত্তরপাড়ার বিধায়ককে

এই প্রসঙ্গে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি (কাঞ্চন মল্লিক) মনঃক্ষুণ্ণ হয়েছেন কি হননি, আমি জানি না। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন তখন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছেন। তাই আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না।'

আরও পড়ুন- Kolkata Weather Today: কল্পনাতেও আনতে পারবেন না! তাপপ্রবাহের আগ্রাসী রূপ দেখবে বাংলা! জ্বালা জুড়োতে বৃষ্টি কবে?

কল্যাণ গতকাল আরও বলেছিলেন, "'শুধু প্রচারেই বা বিধায়ক কেন থাকছেন আমার সঙ্গে? উনি তো এক জন বিধায়ক, তিনি তো নিজেও প্রচার করতে পারেন, কিন্তু সেটা তো করছেন না। আমি ব্যক্তি-বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। এক জনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।'

tmc bjp Kalyan Banerjee Kanchan Mullick Serampore
Advertisment