Advertisment

Kanchanjunga Accident: তিন মাস আগেই বদলি মানিকচকে, অসংরক্ষিত কামরায় কর্মস্থলে যাওয়ার পথে মৃত্যু অফিসারের

Express train accident: লোকসভা নির্বাচনের পর কয়েক দিনের ছুটিতে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ফিরেছিলেন।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Train Accident, Kaleb Subba, ট্রেন দুর্ঘটনা, ক্যালেব সুব্বা

Train Accident-Kaleb Subba: মালদার মানিকচক আবগারি জোনের ওসি ক্যালেব সুব্বা। (ফাইল- ছবি)

Express train accident and officer death: লোকসভা নির্বাচনের জন্য, হোম ডিস্ট্রিক্টের বদলে মাত্র তিন মাস আগেই মালদার মানিকচকে পোস্টিং হয়েছিল আবগারি দফতরের অফিসার ক্যালেব সুব্বার (৩৫)। সোমবার, শিলিগুড়ির রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল আবগারি দফতরের ওই অফিসারের। বিষয়টি জানাজানি হতেই মালদার আবগারি দফতরে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisment

লোকসভা নির্বাচনের পর কয়েক দিনের ছুটিতে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ফিরেছিলেন মালদার মানিকচক জোনের আবগারি দফতরের ওসি ক্যালেব সুব্বা। ডাউন এনজেপি-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট না-পেয়ে সোমবার এনজেপি থেকে জেনারেল কামরায় চেপেই তিনি মালদায় ফিরছিলেন। কিন্তু রাঙাপানির কাছেই মালগাড়ি এবং ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল আবগারি দফতরের ওই অফিসারের। দুর্ঘটনার সময় মালগাড়িটি সরাসরি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের লাইনে এসে পিছন থেকে তাতে ধাক্কা মারে। তাতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাঁচটি বগি ছিন্নভিন্ন হয়ে যায়। যাত্রীবাহী ওই ট্রেনের শেষে ছিল জেনারেল কামরা।

মালদা জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে মানিকচক আবগারি জোনের ওসি পদে দায়িত্ব পান ক্যালেব সুব্বা। তাঁর বাড়ি দার্জিলিংয়ে। তাঁর পরিবারে স্ত্রীর পাশাপাশি আড়াই বছরের এক মেয়ে রয়েছে। এর আগে ক্যালেব সুব্বা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এরপর পদোন্নতি হয়ে তিনি এসআই পদে যোগ দেন। কয়েক বছর চাকরি করার পর ২০২০ সালে আবগারি দফতরেই এসআই পদমর্যাদার অফিসার হয়ে জলপাইগুড়ি ডিভিশনে নিযুক্ত হন। সেখানে টানা তিন বছর চাকরি করেন। এরপর চলতি বছর দার্জিলিংয়ে আবগারি দফতরের অফিসার হিসেবে পোস্টিং হয় ক্যালেব সুব্বার। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য প্রোটোকল অনুযায়ী ওই আবগারি অফিসারকে নিজের হোম ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে মালদার মানিকচক আবগারি জোনের ওসি পদে পাঠানো হয়।

মৃত ওই আবগারি অফিসারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অত্যন্ত দায়িত্বশীল অফিসার ছিলেন ক্যালেব। তিন মাসের পরিচয় হলেও ঘনিষ্ঠতা এত বেড়েছিল, যে ভাবাই যায় না। মনে হয়, যেন নিজের ভাইয়ের সঙ্গে মেলামেশা করছি। কর্তব্যে কোনওদিন গাফিলতি করেননি। নির্দিষ্ট সময় মেনেই সমস্ত কাজ করতেন। চরম শৃঙ্খলাবদ্ধ ছেলে ছিলেন ক্যালেব সুব্বা। সেই অফিসারেরই প্রাণ গেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কায়।

আরও পড়ুন- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলকে তুলোধোনা, কবচ-সিস্টেম নিয়ে বিরাট দাবি মমতার

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এনজেপি-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘার শেষ বগির জেনারেল কামরায় ছিলেন ওই অফিসার। সংরক্ষিত আসনের টিকিট না পাওয়ার কারণেই তিনি তড়িঘড়ি অংসরক্ষিত কামরাতে মালদায় আসার পরিকল্পনা করেছিলেন। মৃত আবগারি অফিসারের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার এবং সংশ্লিষ্ট দফতরের কর্মীরা।

Death kanchanjunga express accident Train Accident
Advertisment