Advertisment

Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা, মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধেই মামলা

West Bengal Train Accident: সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে এগিয়ে যায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশনে ঢোকার আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। উল্টোদিক থেকে ওই লাইনেই ছুটে আসে একটি মালগাড়ি। সজোরে সেটি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kanchanjunga Express Train Accident Updates প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন

Kanchanjunga Express Train Accident : ২৪ ঘণ্টা পর ডাউন এবং আপ লাইনে গড়াল ট্রেনের চাকা।

Kanchanjunga Express, West Bengal Train Accident: সোমবার গা শিউরে ওঠার মতো দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকা ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়। তার মধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ৪১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর কিছুটা দূরেই দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

Advertisment

ওই লাইনে পিছন থেকে আসা একটি মালগাড়ির সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ঘটনার জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে মৃতদেহগুলি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই চালক।

  • Jun 18, 2024 15:43 IST
    মেয়ের সঙ্গে ফাদার্স ডে পালন হল না ট্রেনের গার্ডের

    মেয়ের সঙ্গে ফাদার্স ডে পালন করবেন বলে ডিউটি বদল করেছিলেন, আর সেটাই কাল হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে-র। ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন রেলকর্মী।



  • Jun 18, 2024 13:34 IST
    মৃতের সংখ্যা বেড়ে হল ১১

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মালদার ৬ বছরের শিশু। মঙ্গলবার তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।



  • Jun 18, 2024 12:28 IST
    হাওড়া-নিউজলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস বাতিল

    দুর্ঘটনার কারণে আপ হাওড়া-নিউজলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস আজ, মঙ্গলবার বাতিল করল রেল। রেল সূত্রে খবর, নর্থ-ফ্রন্টিয়ার রেলের অন্তর্গত রাঙাপানি স্টেশনে সোমবার কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আজ, দুপুর ২.২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির।



  • Jun 18, 2024 12:23 IST
    আরও এক যাত্রীর মৃত্যু

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আরও এক যাত্রীর মৃত্যু। হাসপাতালে মৃত্যু কলকাতার বাসিন্দা। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০।



  • Jun 18, 2024 12:13 IST
    রাঙাপানি স্টেশনের ডাউন লাইনে গড়াল ট্রেনের চাকা

    দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর রাঙাপানি স্টেশনের ডাউন লাইনে গড়াল ট্রেনের চাকা। ধীর গতিতে ডাউন লাইন দিয়ে পাস করানো হল যাত্রীবাহী ট্রেন। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর মঙ্গলবার প্রথম কোনও যাত্রীবাহী ট্রেন এই লাইন দিয়ে গেল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।



  • Jun 18, 2024 12:12 IST
    ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ২২ ঘণ্টা পর ফের চালু হল ডাউন লাইনে ট্রেন চলাচল। সোমবার সকালে ট্রেন দুর্ঘটনার পর ডাউন লাইন বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে ওই লাইনে পুনরায় চালু করা হয়েছে বলে রেল সূত্রে খবর।



  • Jun 18, 2024 12:03 IST
    রাঙাপানি স্টেশনের ডাউন লাইনে গড়াল ট্রেনের চাকা

    দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর রাঙাপানি স্টেশনের ডাউন লাইনে গড়াল ট্রেনের চাকা। ধীর গতিতে ডাউন লাইন দিয়ে পাস করানো হল যাত্রীবাহী ট্রেন। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর মঙ্গলবার প্রথম কোনও যাত্রীবাহী ট্রেন এই লাইন দিয়ে গেল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।



  • Jun 18, 2024 09:42 IST
    ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ২২ ঘণ্টা পর ফের চালু হল ডাউন লাইনে ট্রেন চলাচল। সোমবার সকালে ট্রেন দুর্ঘটনার পর ডাউন লাইন বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে ওই লাইনে পুনরায় চালু করা হয়েছে বলে রেল সূত্রে খবর।



  • Jun 18, 2024 07:50 IST
    শিয়ালদহে পৌঁছল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    অভিষপ্ত যাত্রা শেষ। রাত ৩.১৬ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ। সেইসময় স্টেশনে হাজির ছিলেন পুর ও নগরোন্নয়বন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পূর্ব রেলের কর্তারা। ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম এবং অন্য আধিকারিকরা। শিয়ালদহে যাত্রীদের সঙ্গে কথা বলেন ফিরহাদ এবং রেল আধিকারিকরা। কারও কোনও সমস্যা হচ্ছে কি না খোঁজ নেন তাঁরা। যাত্রীদের খাবার এবং জলের বোতল দেওয়া হয়।



  • Jun 17, 2024 18:42 IST
    আহতদের দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

    কাঞ্চনঝঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি আহতদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭ জন যাত্রী। ২ জন রেলের কর্মী। আহত কমপক্ষে ৩২ জন।



  • Jun 17, 2024 16:23 IST
    কী বললেন রেলমন্ত্রী?

    ফাঁসিদেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিলিগুড়ি থেকে ফাঁসিদেওয়ায় পৌঁছোন রেলমন্ত্রী। বাইকে চেপে দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কাল সকালের মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে যাবে।



  • Jun 17, 2024 16:09 IST
    কী বললেন মমতা বন্দোপাধ্যায়?

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়েই বিকেলে দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'জেলাশাসক, এসপি, ডাক্তার, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। পাশাপাশি রেলের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলে বলেন, রেল এখন অভিভাবকহীন, রেলের পরিষেবা এখন অত্যন্ত নীচে নেমে গিয়েছে, খাবার থেকে শৌচাগার নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে নানান অভিযোগ। সময়মতো উদ্ধারকার্য্য শুরু না হলে আরও অনেকের মৃত্যু হতে পারত। যাত্রী স্বাচ্ছন্দ্যে কোন খেয়াল রাখা হয়নি। অ্যান্টি কোশিলন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। এখন রেলের বাজেট নেই, উঠিয়ে দিয়েছে'।



  • Jun 17, 2024 14:28 IST
    মৃত বেড়ে ৮

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত লোকো পাইলট-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, মালগাড়িটি পিছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তারই জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি পিছনের বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ চলছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।



  • Jun 17, 2024 14:00 IST
    মালদা নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনকে

    রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনের ২টি কামরা দুমড়ে মুচড়ে যায়। ট্রেনটির বাকি কামরাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে মালদা টাউন স্টেশনের দিকে।



  • Jun 17, 2024 13:35 IST
    বিপুল অঙ্কের ক্ষতিপূরণ রেলের

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপরণ দেওয়ার ঘোষণা রেলের। গুরুতর আহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল।



  • Jun 17, 2024 13:35 IST
    বিপুল অঙ্কের ক্ষতিপূরণ রেলের

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপরণ দেওয়ার ঘোষণা রেলের। গুরুতর আহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল।



  • Jun 17, 2024 13:35 IST
    বিপুল অঙ্কের ক্ষতিপূরণ রেলের

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপরণ দেওয়ার ঘোষণা রেলের। গুরুতর আহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল।



  • Jun 17, 2024 13:25 IST
    শোকপ্রকাশ রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।



  • Jun 17, 2024 13:20 IST
    ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

    এদিকে উত্তরবঙ্গে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।



  • Jun 17, 2024 13:18 IST
    মৃত বেড়ে ৮

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত লোকো পাইলট-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, মালগাড়িটি পিছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তারই জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি পিছনের বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ চলছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।



  • Jun 17, 2024 13:14 IST
    চালকের ভুলেই দুর্ঘটনা?

    রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার পর তদন্তে নেমে অনুমান করা হচ্ছে যে মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।



  • Jun 17, 2024 13:13 IST
    কীভাবে দুর্ঘটনা?

    এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি বেশ ধীর ছিল। জলপাইগুড়ি স্টেশন ছাড়িয়ে রাঙাপানি স্টেশন ঢোকার কিছুটা আগেই পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মারাত্মক এই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুমড়ে মুচড়ে যায়।



  • Jun 17, 2024 13:12 IST
    উত্তরবঙ্গ হাসপাতালে আনা হচ্ছে মৃতদেহ

    ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনায় মৃতদের দেহ আনা হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। তাঁদের মধ্যে ২০ জন ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে। এছাড়াও এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে ১০ জনের।



kanchanjunga express kanchanjunga express accident Train Accident
Advertisment