/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Train-Accident-Pic.jpg)
Train Accident: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
Train Accident: ভয়াবহ! নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই সোমবার সকাল পৌনে ন'টা নাগাদ মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে রেল।
এক বছরের মাথাতেই আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। সোমবার সকাল পৌনে ন'টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেশ কিছুটা এগনোর পরেই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন থেকে গিয়ে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই সংঘর্ষের জেরে শূন্যে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা।
এদিকে, এই দুর্ঘটনার পরেই শিয়ালদহ, হাওড়া, লামডিং, কাটিহার, গুয়াহাটির মতো একাধিক বড় স্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। এই দুর্ঘটনা সংক্রান্ত যে কোনওরকম তথ্য জানাতে এই নম্বরে ফোন করা যেতে পারে।
হেল্পলাইন নম্বরগুলি হল…
লামডিং জংশন- 03674263958,
03674263831,
03674263120,
03674263126 ,03674263858
কাটিহার জংশন- 6287801805
গুয়াহাটি স্টেশন- 03612731621,
03612731622,
03612731623
কাটিহার-09002041952, 9771441956
হাওড়া- 033-26413660, 033-26402242
শিয়ালদহ- 033-23508794, 033-23833326
আলুয়াবাড়ি স্টেশন- 8170034235
সোমবার সকালে উত্তরবঙ্গে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা দল থেকে শুরু করে রেলের বিশেষ উদ্ধারকারী দল-সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরবঙ্গে যাচ্ছেন বলে খবর মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার পরপরই শোক প্রকাশ করেছেন এবং আপৎকালীন সব ধরনের সহযোগিতার কথা তিনি জানিয়েছেন।