Murshidabad News: খড়গ্রামে শিশুকন্যাকে হত্যা! নজিরবিহীন নির্দেশ আদালতের

Khagraghat child murder case: নৃশংস ওই হত্যাকাণ্ডের মামলায় আগেই দুই মহিলাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

Khagraghat child murder case: নৃশংস ওই হত্যাকাণ্ডের মামলায় আগেই দুই মহিলাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

author-image
Gopal Thakur
New Update
Khagraghat child murder case  ,Kandi sub-divisional court verdict  ,Nasima Bibi Fainur Bibi life sentence  ,Murshidabad child killing judgement,  Devgram Khagraghat incident,  Life imprisonment for child murder in Murshidabad,খড়গ্রাম শিশুকন্যা খুন  ,কান্দি মহকুমা আদালত রায়,  নাসিমা বিবি ফাইনুর বিবি যাবজ্জীবন  ,মুর্শিদাবাদ খুন মামলার রায়  ,শিশুহত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড,  দেবগ্রাম খড়গ্রাম থানার ঘটনা

Khagraghat child murder case: আদালতে হত্যাকাণ্ডে দোষী দুই মহিলা।

মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হলেন দুই মহিলা। শনিবার কান্দি মহকুমা আদালতের বিচারক রায় ঘোষণা করে জানান, অভিযুক্ত নাসিমা বিবি ও ফাইনুর বিবিকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

Advertisment

ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১১ নভেম্বর। খড়গ্রাম থানার অন্তর্গত দেবগ্রাম গ্রামে চার বছরের এক নিরপরাধ শিশুকন্যাকে খুন করে তার কানের দুল ছিনতাই করার অভিযোগ ওঠে নাসিমা ও ফাইনুরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং দুই মহিলাকে গ্রেফতার করে। দীর্ঘ পাঁচ বছরের বিচার প্রক্রিয়ার পর অবশেষে আদালত রায় ঘোষণা করল।

West Bengal News Live Updates:'নবদ্বীপে পরিকল্পিতভাবে BJP কর্মীকে খুন', পুলিশকে ডেডলাইন বেধে অভিযোগে সোচ্চার শুভেন্দু

Advertisment

মামলার তদন্ত চলাকালীন জানা যায়, শিশুকন্যাটিকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। দুই মহিলার উদ্দেশ্য ছিল শিশুর গয়নাগুলি দখল করা। এই ঘটনায় গ্রামজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছিল।

গ্রেফতারের পর থেকে একজন মহিলা জেল হেফাজতেই ছিলেন, অন্যজন অবশ্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দু’জনকেই দোষী প্রমাণিত করে আদালত কঠোর সাজা শোনাল।

Congress: মুর্শিদাবাদে 'খেলা' ঘোরালেন অধীর! তৃণমূলের ঘর ভেঙে কংগ্রেসে যোগের হিড়িক

এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে অপরাধীদের সতর্ক করবে।

পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে উদ্দেশ্য করে আবেদন জানিয়েছে, কেউ যেন কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেন। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তারা সর্বদা সতর্ক এবং অপরাধ দমনে বদ্ধপরিকর।

Durga Puja:মাছের টক থেকে রাজবেশ, দেবী সর্বমঙ্গলাকেই দুর্গা-রূপে পুজো, অনন্য রীতির নেপথ্যে সোনালী ইতিহাস!

এই রায়কে কেন্দ্র করে খড়গ্রাম ও কান্দি মহকুমা এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। চার বছরের নিষ্পাপ প্রাণহানির ঘটনায় দীর্ঘদিন ধরে অপেক্ষমান মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

court Life Imprisonment Murshidabad