West Bengal Higher Secondary Education Board Exam 2024: ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি দুরন্ত একাগ্রতা কাঁথির ঈশিতা মণ্ডলের। তবে এক্ষেত্রে নিজের শারীরিক প্রতিবন্ধকতা বারবার বাদ সেধেছে। যদিও শত 'বাধা'তেও বিন্দুমাত্র পিছপা হননি এই তরুণী। ভীষণ জেদে আর অফুরান ইচ্ছাশক্তির উপর ভর করেই তিনি এগিয়ে গিয়েছেন লক্ষ্যে অবিচল থেকেই। দৃঢ় চিত্তে এবারের কঠিন লড়াইটাও সাফল্যের সঙ্গে পার করে ফেলতে আশাবাদী এই কৃতী পড়ুয়া। তাঁর এই লড়াইয়ে তিনি পাশে পেয়েছেন গোটা পরিবারকে।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশিতা মণ্ডল। মূক ও বধির এই স্কুলছাত্রীর লেখাপড়ার প্রতি ছোট খেকেই ভীষণ আগ্রহ রয়েছে। ছোটবেলা থেকেই মূক ও বধিরদের স্কুলে তিনি পড়াশোনা করেছেন। তারপর কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে তিনি ভর্তি হন। তখন থেকেই অন্যান্য সহপাঠীদের সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়েই জীবন সংগ্রামে এগোচ্ছেন ঈশিতা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন তরুণী। পড়াশোনার পাশাপাশি বাড়ির সমস্ত কাজেও অত্যন্ত দক্ষ তিনি।
ঈশিতার বাবা লালমোহন মণ্ডল কাঁথি পুরসভার একজন অস্থায়ী কর্মী। কাঁথির দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর গ্রামে তাঁদের বাড়ি। ঈশিতার পরিবারে মা-বাবা ছাড়াও রয়েছে আরও এক বোন। পঞ্চম শ্রেণি থেকেই ঈশিতা সাধারণ ছাত্রছাত্দীরে সহ্গে লেখাপড়া শুরু করে। ঈশিতা ও তার বোনও কাঁথি চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ছোট বোন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। মা ছন্দা মণ্ডল গৃহবধূ।
আরও পড়ুন- WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন! দুরন্ত রেকর্ড এবছরের HS-এর
নানা সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে ঈশিতা আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চান। মণ্ডল দম্পতিও মেয়ের সেই ইচ্ছাপূরণের লক্ষ্যে অবিচল। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ঈশিতা মণ্ডলের বাবা লালমোহন মণ্ডলের সামান্য বেতনে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাঁদের। তাই পরিবারে অল্পবিস্তর আর্থিক সাহায্য আনতে ঈশিতার মা বাড়ি বসেই ঠোঙা তৈরি রকাজ করেন। এতে য়া দু-চার পয়সা আসে তাও তা সংসারের খরচেই লাগান তিনি।