Motivational News: 'থাকবো না কো বদ্ধ ঘরে, বৃক্ষ রোপণ বিশ্বজুড়ে' এই স্লোগানকে সম্বল করে ৫ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচীকে বাস্তবায়নের পথে প্রাণপাত করে চলেছেন কাথির শ্যামল জানা।
'একটি গাছ একটি প্রাণ' কেবল স্লোগান নয়, একে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন তিনি। সামনে অনেকটা পথ চলার বাকী। লক্ষ্য দেশ জুড়ে ৫ হাজার বটবৃক্ষ রোপণ। ইতিমধ্যে হাজারের বেশি বটবৃক্ষ রোপন করে ফেলেছেন পেশায় শিক্ষক শ্যালন জানা।
বাংলার ২৩ জেলার পাশাপাশি ভারতের একাধিক রাজ্য, দেশের সীমানা পেরিয়ে নেপাল, ভূটান, বাংলাদেশেও বৃক্ষরোপণ করে নজির গড়ছেন তিনি।
বিশ্বজুড়ে আজ সংকটময় পরিস্থিতি। বিশ্ব-উষ্ণায়নের জেরে বেড়ে চলেছে পৃথিবীর উষ্ণতা। যা আমরা চলতি গরমে হাড়ে হাড়ে টের পেয়েছি। কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে। এখন থেকেই যদি আমরা পৃথিবীকে বাঁচাতে ঝাঁপিয়ে না পরি তাহলে অদূর অভিষ্যতে পৃথিবীর বুকে প্রাণের সংকট দেখা দেবে।
বিশ্ব-উষ্ণায়ন থেকে আমাদের এই পৃথিবীকে বাঁচাতে প্রয়োজন গাছের। আর সেই লক্ষ্যেই শ্যামল বাবুর এই উদ্যোগ। জাতির কল্যানে স্কুলের ছুটিতে বেড়িয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি দিয়ে চলেছেন বৃক্ষ রোপণের বার্তা।
আরও পড়ুন - < Motivational Story: সমাজের টিপ্পনীকে থোড়াই কেয়ার, লক্ষ্যে অবিচল থেকে ‘স্বর্গরথ’ চালিয়ে দৃষ্টান্ত কলেজ ছাত্রীর >
পূর্ব মেদিনীপুরের কাঁথি বাসিন্দা শ্যামল জানা পেশায় স্কুল শিক্ষক, নেশা বৃক্ষ রোপণ। দেশের সীমানা পেরিয়ে নেপাল, ভুটান, বাংলাদেশেও বটবৃক্ষ রোপন করে দৃষ্টান্ত গড়েছেন তিনি। তাঁর এই কাজে পাশে পেয়েছেন অজস্র পরিবেশ প্রেমী মানুষকে। সকলেই শ্যামল বাবুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
শ্যামল বাবু বলেন, 'আমি এসি কেনার বিরোধী নই। কিন্তু যারা বাড়িতে এসি লাগাচ্ছেন তারা অন্তত একটা করে গাছ লাগান। তাতেই পৃথিবী সুস্থ থাকবে। বেঁচে থাকবে। এই পৃথিবী আমার নিজের বাগান'। নির্দিষ্ট কোন দিনে নয় প্রতিটি দিন অরণ্য দিবস হিসাবে পালনের ডাকও দিয়েছেন তিনি।