scorecardresearch

দাক্ষিণাত্যে দলের সাফল্যে বুক চওড়া বঙ্গ কংগ্রেসের! জেলায়-জেলায় বিজয়োৎসব

কর্ণাটকে দলের সাফল্যের আঁচ বাংলাতেও। সেলিব্রেশনে মাতলেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

karnataka election result 2023 congress workers celebrates success in west bengal
কর্ণাটকে দলের সাফল্যে উচ্ছ্বসিত বঙ্গ কংগ্রেস।

বিজেপিকে হারিয়ে কর্ণাটকে বিপুল জয়ের পথে কংগ্রেস। দাক্ষিণাত্যে দলের এই সাফল্যের আঁচ বাংলাতেও। কন্নড়ভূমের বিধানসভা নির্বাচনে দলের ফলে উচ্ছ্বসিত বাংলার কংগ্রেস কর্মী-সমর্থকরা। শহর কলকাতা থেকে শুরু করে জেলায়-জেলায় সেলিব্রেশন। চলল মিষ্টিমুখ, বাজি পোড়ানো। আবির খেলে যেন অকাল হোলিতে মেতে উঠলেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের হাত আরও মজবুত করল কর্ণাটক। দক্ষিণের রাজ্যে বিজেপিকে হোয়াইটওয়াশ করে বিপুল জয়ের পথে হাত-শিবির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৭টিতেই এগিয়ে কংগ্রেস। ৬২টি আসনে এগিয়ে বিজেপি। ১১৩ আসনের ম্যাজিক ফিগার ১১৩ পকেটে পুরে কর্ণাটক দখলের পথে কংগ্রেস। কর্ণাটকে দলের এই সাফল্যের আঁচ এসে পড়েছে বাংলাতেও।

এদিন কর্ণাটকের ফল প্রকাশ শুরু হতেই সেলিব্রেশন শুরু পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়। এদিন দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে ঢাক-ঢোল বাজিয়ে উল্লাসে মাততে দেখা গিয়েছে কংগ্রেসের কর্মী-সমর্থকদের। আবির খেলে, বাজি ফাটিয়ে চলে নজরকাড়া সেলিব্রেশন।

আরও পড়ুন- এজলাস বদলালেও রক্ষাকবচ পাননি অভিষেক, শুনে কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

আসানসোলে দলীয় পতাকা হাতে মিছিল করেত দেখা গিয়েছে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীদের। এখানেও চলে মিষ্টিমুখ ও আবির খেলা। সেলিব্রেশনের একই ছবি ধরা পড়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় বহরমপুরেও। বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে আবির খেলায় মাততে দেখা গিয়েছে কংগ্রেসের কর্মীদের। একইভাবে পুরুলিয়াতেও এদিন বিজয়োৎসবে মাততে দেখা গিয়েছে কংগ্রেসের কর্মীদের।

আরও পড়ুন- কলকাতা থেকে এক বাসেই ভুটান, ভাড়া কত? পরিষেবা মিলছে কবে কবে?

শহর কলকাতাতেও এদিন সেলিব্রেশনের এই ছবি ধরা পড়েছে। রাহুল গান্ধীর ছবিতে সবুজ আবির মাখিয়ে শাঁখ বাজিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে কন্নড় ভূমে হাত শিবিরের এই জয় বঙ্গ কংগ্রেসেও আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। এদিকে, দাক্ষিণাত্যে দলের এই বিজয় স্বভাবতই উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বিজেপিকে সরাতে কংগ্রেস ছাড়া বিকল্প নেই বলে এদিন ফের একবার সুর চড়িয়েছেন অধীর।

আরও পড়ুন- সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি জনপদ, গরমের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা!

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Karnataka election result 2023 congress workers celebrates success in west bengal