/indian-express-bangla/media/media_files/2025/06/06/SRtlHAS58pIrDOFk3chs.jpg)
বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বিরাট পদক্ষেপ!
Bengaluru Stampede: বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বিরাট পদক্ষেপ! কমিশনার-এসিপি-ডিসিপি সহ একাধিক উর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করল কর্ণাটক সরকার।
বাড়ি-গাড়ির EMI কমে কোথায় নামতে পারে জানেন? বাম্পার সিদ্ধান্ত RBI-এর!
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এবার বড়সড় পদক্ষেপের পথে কর্ণাটক সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, কমিশনার-এসিপি-ডিসিপি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মাইকেল কুন্নাহর নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় এবার জোর ফাঁসল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুর্ঘটনার ২৪ ঘন্টা পর পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারান, আহত হয়েছেন বহু আরসিবি ফ্যান।