Kartik Maharaj sent legal letter to Mamata Banerjee: তিনি আইনি পথে মুখ্যমন্ত্রীর মন্তব্যের মোকাবিলা করবেন বলে আগেই জানিয়েছিলেন। শেষমেশ আইনজীবী মারফত মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। ৪ দিনের মধ্যে তাঁর চিঠির জবাব না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্দে আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন তিনি। তবে তৃণমূলের তরফেও জানানো হয়েছে আইনি পথেই এর মোকাবিলা করবেন তাঁরা।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। তৃণমূলনেত্রীর মন্তব্যে তিনি 'ব্যথিত' বলে উল্লেখ করেছেন চিঠিতে। এমনকী এতে তাঁর 'মানহানি' হয়েছে বলেও মনে করেন কার্তিক মহারাজ। নির্বাচনী সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পর্কে যে মন্তব্য করেছেন তা 'সারবত্তাহীন' বলেও চিঠিতে উল্লেখ করেছেন মহারাজ। মুখ্যমন্ত্রীকে তাঁর মন্তব্যের জন্য জবাব চেয়েছেন তিনি।
আগামী ৪ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আইনি চিঠির জবাব না দিলে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন কার্তিক মহারাজ। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য ভারত সেবাশ্রম সংঘের অগণিত ভক্তের ভাবাবেগে আঘাত করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- Lok Sabha Election 2024-Thakurnagar: ‘প্রতিবার ভোট দিই, আর কীভাবে নাগরিকত্বের প্রমাণ?’, CAA নিয়ে দ্বিধাবিভক্ত ঠাকুরনগর বুথের লাইনে
উল্লেখ্য, গত শনিবার হুগলির গোঘাটের সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেছিলেন, "সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি সবাই সমান। না। এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছেন। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূলের এজেন্ট বসতে দেব না। সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না।"
আরও পড়ুন- EXCLUSIVE: প্রার্থীদের নামই জানেন না এঁরা! কাঁটাতারের ওপারের ভোট কেমন? ব্যতিক্রমী গল্পে তাজ্জব হবেন!
সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পাল্টা জবাব দিয়েছিলেন কার্তিক মহারাজও। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবিষয়ে তিনি বলেছিলেন, "সম্পূর্ণ মিথ্যা বলা হচ্ছে। আমি কোনও জায়গায় এই ধরনের কোনও কথা বলিনি। ওনাকে চ্যালেঞ্জ করছি আমাদের ভক্তরা এর প্রতিবাদ করবেন। এটা মামলা করা হবে হাইকোর্টে। ওনাকে প্রমাণ দিতে হবে যে আমি বলেছি এই কথা।" এবার তৃণমূলত্রীকে সরাসরি আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ।
আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 5 Live Updates: ফের অন্যান্য রাজ্যকে ভোটদানে টেক্কা বাংলার, ‘ফার্স্ট বয়’ আরামবাগ