/indian-express-bangla/media/media_files/2025/06/20/mamata-suvendu-2025-06-20-09-05-04.jpg)
Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
Kasba Law College gang rape: কসবার ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে ধুয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কসবা-কাণ্ডে আরও একবার শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূলের মদতেই নৈরাজ্যের পরিস্থিতি চলছে বলে তোপ দেগেছেন BJP নেতা।
শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, "কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ করছে তৃণমূলের গুন্ডা, তোলাবাজ, ধর্ষণকারীরা। এদের প্রত্যেকের বয়স ৩০-এর বেশি, কারও কারও বয়স ৫০-এরও বেশি। এরা সবাই বিবিহিত। এই জায়গাগুলোকো এরা আকড়ায় পরিণত করেছে। এরাই অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসেডিন্ট। এরা ভাইপো গ্যাঙের লোক। এর সমাধান একটাই! মমতা ব্যানার্জিকে সরাতে হবে। অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে ও চাপে থাকন। অনেক জায়গায় মেরুদণ্ডহীন অধ্যক্ষরাও আছেন। তৃণমূল অফিস থেকে এটা নিয়ন্ত্রণ হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে।"
উল্লেখ্য, কসবার ল' কলেজে গত ২৫ জুন নক্কারজনক ওই ঘটনাটি ঘটেছে। ওই কলেজের আইনের ছাত্রীকে কলেজের গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। গণধর্ষণে অভিযুক্ত ওই কলেজেরই দুই পড়ুয়া গ্রেফতার হয়েছে। মনোজিৎ-সহ তিন জনকে গ্রেফতারের পর কলেজের নিরাপত্তারক্ষীকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার বক্তব্যে অসঙ্গতি থাকায় পড়ে সেই নিরাপত্তারক্ষীও গ্রেফতার হয়।
এদিকে, কসবার ল' কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না বলে গতকালই স্পষ্ট করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রীতিমতো সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা, কুণাল ঘোষরা কসবার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। কসবার ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলেও তোপ দেখেছিলেন শশী পাঁজা, কুণাল ঘোষরা।