'দ্য কেরালা স্টোরি'র সমালোচনা করতে গিয়ে 'দ্য কাশ্মীর ফাইসল' নিয়ে প্রবল সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করেই এই ধরণের সিনেমা তৈরি হচ্ছে। এরপরই বাংলার মুখ্যমন্ত্রীকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন 'কাশ্মীর ফাইসল'-এর পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী।
সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা বিভাজনের রাজনীতি করছে। কেন দ্য কাশ্মীর ফাইলস বানালো ওরা? এক শ্রেণীর মানুষকে কটাক্ষ করার জন্য। এখন কেরালা স্টোরি বানিয়েছে। ওটা সিপিএম-এর রাজ্য। আমি ওদের একেবারেই সমর্থন করি না। ওরা বিজেপি-র সঙ্গে পথ চলে।' এরপরই বাংলায় শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করে নবান্ন।
আরও পড়ুন- বাংলায় বাঙালি পরিচালকের ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নির্দেশ মমতার
সন্ধ্যায় গর্জে ওঠেন 'দ্য কাশ্মীর ফাইসল'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইটে তিনি লেখেন, ' দিদি আমার কথা বলছেন। হ্যাঁ, খিলাফত দ্বারা প্ররোচিত ডাইরেক্ট অ্যাকশন ডে-তে গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে আমি বাংলায় গিয়েছিলাম। আর গোপাল পাঁঠার ভূমিকা জানতে। কেন আপনি ভয় পাচ্ছেন?'
মমতার দাবি 'কাশ্মীর ফাইলস'-এ উপত্যকাবাসীকে অপমান করা হয়েছে। যার পাল্টা বিবেকের প্রশ্ন, 'দ্য কাশ্মীর ফাইলস ছিল গণহত্যা এবং সন্ত্রাস নিয়ে। কিসের ভিত্তিতে কাশ্মীরি জনগণকে অপমান করা হয়েছে বলে আপনি মনে করেন?'
আরও পড়ুন- কাশ্মীর-কেরালার পর এবার ‘বেঙ্গল ফাইলস’ বিজেপির? বড় দাবি মমতার
কাশ্মীর ফাইলসের পরিচালকের প্রশ্ন, 'কোন রাজনৈতিক দলের অর্থায়নে আপনি এত বিদ্বেষপূর্ণভাবে বলছেন?' এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিবেক অগ্নিহোত্রীর হুঁশিয়ারি, 'আমি কেন আপনার বিরুদ্ধে মানহানির মামলা এবং গণহত্যা অস্বীকারের মামলা করব না?'
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘বিজেপি মনোনীত কিছু তারকা তো বাংলাতেও এসেছিলেন। তাদের টাকা দেয় বিজেপি। তথ্য বিকৃত করে তারা নাকি বেঙ্গল ফাইলস নামের একটি ছবি বানাচ্ছে। আগে তো কাশ্মীরের মানুষদের ঠেস দিয়ে কাশ্মীর ফাইলস বানিয়েছিল। এবার বাংলার মানুষদের তাতাচ্ছে। নিজেদের সুবিধা অনুযায়ী গল্প বলছে ওরা।’ যার জবাবে পরিচালক দাবি করেন, 'ফিল্মটির নাম #TheDelhiFiles বেঙ্গল ফাইল নয় এবং কেউ আমাকে চুপ করতে পারে না।'