গ্রেফতারের প্রায় আট ঘন্টার মধ্যেই জামিন পেয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। ধোপে টেঁকেনি পুলিশের যুক্তি। আদালতের রায়ের কিছুক্ষণের মধ্যেই শনিবার সন্ধ্যার মুখে ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে আসেন তরুণ এই আইনজীবী। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে বড় শপথের কথা ঘোষণা করেন। কৌস্তভ বলেন, 'আরও কঠিন লড়াই আসছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেবো এবার৷'
পাশাপাশি কৌস্তভ দাবি করেন, 'গ্রেফতারের সময়ই বলেছিলাম জামিন পেয়ে মাথার চুল কামাবো। জামিন পেয়েছি। এখনই আমি মাথার চুল কামাবো৷ যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে পারব, আমার মাথায় চুল গজাবে না৷'
আরও পড়ুন- যাঁর লেখা বই নিয়ে কৌস্তভ গ্রেফতার কী বলছেন সেই প্রাক্তন আইএএস দীপক ঘোষ?
ঘোষণার প্রায় সঙ্গেই সঙ্গেই মাটিতে বসে পড়েন কৌস্তভ বাগচী। আদালত চত্বরেই নাপিতকে ডেকে নেন। নাপিতই তরুণ কংগ্রেস নেতার মাথা কামিয়ে দেন। কেশহীন মাথায় উত্তেজিত কৌস্তভের হুঁশিয়ারি, 'এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও ওঁর সরকারকে আদালতের লড়াইয়ে নাস্তানাবুদ করব৷ এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রপ্রেমী মানুষের জয়৷ আজ আবার মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ আরও ভাল ভাবে চিনল৷'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য করার অভিযোগে বড়তলা থানার পুলিশ রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচিকে গ্রেফতার করে। তার আগে শুক্রবার রাত আড়াইটে নাগাদ কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। দুপুরে কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। কৌস্তভের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি মাঝরাতে কৌস্তভ বাগচির গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর জামিনের আবেদন জানান। যদিও পাল্টা বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। দু-পক্ষের দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক।