অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলবের প্রতিবাদে মুখর হয়েছে ইন্ডিয়া জোট। কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল খোদ সেই প্রতিবাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এদিকে, বাংলায় বসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিষেককে গ্রেফতারির পক্ষে সোচ্চার হয়েছেন। তাহলে দুর্নীতিতে নাম জড়ানো অভিষেককে নিয়ে দলের কী অবস্থান? তা নিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা চরম দ্বিধাগ্রস্ত। এ বিষয়ে আগেই সরব হতে দেখা দিয়েছিল প্রদেশ কংগ্রেসের তরুণ নেতা কৌস্তভ বাগচিকে। বুধবারের ঘটনার পর আবারও সুর চড়ালেন কৌস্তভ। হাইকমান্ডকে মেল করে এবার দলের অবস্থান স্পষ্ট করতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকে মেল করেছেন কৌস্তভ বাগচি। সেখানেই উল্লেখ, 'এমন কারোর পাশে দাঁড়াবেন যাঁরা পশ্চিমবঙ্গে আমাদের দলকে ধ্বংস করছে, লুঠ করছে, নির্দয়ভাবে ট্রোল করছে। বাংলার মুকুটহীন সম্রাটকে ইডির তলব আদালতের নির্দেশক্রমে হচ্ছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক। বাংলায় হাজার হাজার কংগ্রেস কর্মী নিরলসভাবে এই অত্যাচারী জমানায় লড়াই চালাচ্ছেন। এই অত্যাচারী ও প্রতারকদের পাশে থাকা মানে রাজ্যের কংগ্রেস কর্মীদের অসম্মান প্রদর্শন।'
ইন্ডিয়া জোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মুখর হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন কৌস্তভ বাগচি। সেই আশঙ্কাই সত্যি হল।
আরও পড়ুন- উলটপুরাণ, ভয় পাচ্ছে ইডি, এবার রক্ষাকবচ চেয়ে আদালতে কেন্দ্রীয় এজেন্সি!
এদিন কৌস্তভ বলেছেন, 'কেসিবেণুগোপাল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব আসলে মোদী সরকারের প্রতিহিসামূলক রাজনীতি। অন্যদিকে প্রদেশ সভাপতি অদীর চৌধুরী বলছেন সব চোর ধরা পড়ুক। এতে তো বিভ্রান্তির জন্ম নিচ্ছে। তাহলে কংগ্রেসের অবস্থান কোনটা? যাঁরা দিনের পর দিন বাংলার গণতন্ত্রকে হত্যা করছে, রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার অনুরোধ দয়া করে তাঁদের পাশে দাঁড়াবেন না। আর এইসব অভিযুক্তদের নিয়ে দলের অবস্থান স্পষ্ট করুন।'
কেসি বেণুগোপালকে কৌস্তভ বাগচির এদিনের মেল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'কে কি বলল তা আমি জানি না। মেলের ডকুমেন্ট না দেখে আমি কিছু বলতে পারবো না।'
আরও পড়ুন- I.N.D.I.A জোটকে নিশানা মোদীর, সনাতন ধর্ম বিতর্কের মাঝেই প্রকাশ্য হুঙ্কার
উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে বারে বারেই অসন্তোষ প্রকাশ করেছেন কৌস্তভ বাগচী। সূত্রের খবর, এতে কংগ্রেস হাইকমান্ড তাঁর উপর চরম অসন্তুষ্ট। যার মাসুলও গুনতে হয়েছে তাঁকে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পদ থেকে সরানো হয়েছে এই আইনজীবী নেতাকে। এরপর কৌস্তভের মেলে হাইকমান্ড সাড়া দেয় কিনা সেদিকেই নজর থাকবে।