Advertisment

মারাত্মক অভিযোগ! কলকাতা টিভির মালিককে গ্রেফতার করল ইডি

চিটফান্ড মামলায় একটানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
IE Bangla Web Desk
New Update
kaustuv ray arrested by ed in pincon chitfund case

চিটফান্ড মামলায় গ্রেফতার কৌস্তুভ রায়।

বেসরকারি নিউজ চ্যানেল কলকাতা টিভির কর্ণধার কৌস্তুভ রায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, পিনকন চিটফান্ড মামলায় কৌস্তভ রায়কে সোমবার বিকেল চারটে থেকে টানা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পান তদন্তকারীরা। তাঁকে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়।

Advertisment

জানা গিয়েছে, মূলত পিনকন চিটফান্ড কোম্পানির মালিককে একাধিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল কৌস্তুভের বিরুদ্ধে। তারই পাশাপাশি আর্থিক তছরুপ এবং আর্থিক লেনদেনের একাধিক তথ্য উঠে আসে বলেও ইডি সূত্রে খবর। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- বেনজির! বিপজ্জনক ‘ব্রহ্মা’ অভিযানে বাঙালি পর্বতারোহীদের তাক লাগানো কীর্তি!

রাজ্যের শাসকদল তৃণমূলের প্রভাবশালী নেতাদের অনেকের সঙ্গে ধৃত কৌস্তুভের ঘনিষ্ঠ যোগ রয়েছে। এমনকী এর আগে তৃণমূলের সভায় বক্তৃতা করতেও দেখা গিয়েছিল বেসরকারি সংবাদমাধ্যমের এই কর্ণধারকে। স্বাভাবিকভাবে তাই কৌস্তভের গ্রেফতারি রাজ্যের শাসকদলের কাছে যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

এদিকে, গ্রেফতারির পর কৌস্তুভ দাবি করেছেন তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি তাঁর। তিনি এদিন বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পিনকন আমার চ্যানেলে বিজ্ঞাপন দিয়েছিল। তার বিনিময়ে টাকা দিয়েছে।' চিটফান্ড কেলেঙ্কারির বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে প্রভাবশালীদের যোগের যে তত্ত্ব খাঁড়া করা হচ্ছে তারও কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন কৌস্তুভ রায়।

Kaustuv Ray Arrested ED
Advertisment