Advertisment

Mamata Banerjee: 'নজরুল লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা!', মমতাকে 'বাংলার লজ্জা' বলল বিজেপি

Sare Jahan Se Accha: একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি অংশের ভিডিও পোস্ট করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বঙ্গ বিজেপি। যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।’

author-image
IE Bangla Web Desk
New Update
21 July Martyrs Day, Shahid Diwas, Mamata Banerjee, Kazi Nazrul Islam

Mamata Banerjee: মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।’

Sare Jahan Se Accha-Mamata Banerjee: একুশের সমাবেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে এবার ময়দানে নামল বঙ্গ বিজেপি। 'সারে জাহাঁ সে আচ্ছা' (Sare Jahan Se Accha) গানটি কার লেখা তা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এবার সেটা নিয়েই কটাক্ষ করতে ছাড়ল না পদ্মশিবির।

Advertisment

একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি অংশের ভিডিও পোস্ট করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বঙ্গ বিজেপি। যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।’

সেটা নিয়েই মমতাকে খোঁচা দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, 'সারে জাহাঁ সে আচ্ছা’ কিংবদন্তী এই গানটি লিখেছিলেন মহম্মদ ইকবাল। কিন্তু উনি তো মমতা ব্যানার্জী, উনি ভুলভাল কথা বলার জন্যই বিখ্যাত। মনীষীদের বাণী হোক কিংবা গান কোনো কিছুকে বদলে দিতে তিনি এক মিনিটও সময় নেন না। বাংলার গর্ব ❌ বাংলার লজ্জা ✅'।

নেটিজেনরা কী বলছেন?

মমতার ভাষণের ওই অংশটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কয়েকজন নেটিজেনও। কয়েকজন আবার বিজেপির পোস্টেই কমেন্ট করেছেন। এক নেটিজেন বলেন, 'মহম্মদ ইকবাল। ১৮৭৭ সালে অবিভক্ত ভারতে শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত গান সারে জাহাঁ সে (Sare Jahan Se Accha) আচ্ছা লিখেছিলেন।' অপর এক নেটিজেন (যিনি নিজেকে বাম সমর্থক হিসেবে দাবি করেন) বলেন, ‘একুশে জুলাই স্পেশাল বিষয়- সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিলেন নজরুল ইসলাম।’

আরও পড়ুন উত্তরবঙ্গ নিয়ে আফশোস গেল না মমতার! একুশের সভা থেকেই সুদিনের অপেক্ষায় জননেত্রী

মমতার বক্তব্যের ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষও। তিনি লিখেছেন, 'মহাভারতের পরে এবার কাজী নজরুল ইসলামের লেখা সারে জাহাঁ সে আচ্ছা। হে ভগবান।' একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি অংশের ভিডিও পোস্ট করে এমনই মন্তব্য করেছেন কেয়া ঘোষ।

West Bengal July 21 Martyrs' Day rally Kazi Nazrul Islam bjp tmc Mamata Banerjee 21 July Shahid Diwas Shahid Diwas
Advertisment