scorecardresearch

বিজেপিকে রুখতে মমতার দুয়ারে কেজরিওয়াল, আজ নবান্নে নয়া ফর্মুলায় জোট নিয়ে বৈঠকের সম্ভাবনা

মমতা-কেজরির বৈঠককে কটাক্ষ করেছে সিপিএম-বিজেপি।

Kejriwal-Mamata to hold talks today
নীতীশ-তেজস্বীর পর এবার মমতার দুয়ারে কেজরিওয়াল।

কেন্দ্রের বিতর্কিত অর্ডিন্যান্সের জেরে বিরোধীদের পাশে পেতে ছোটাছুটি করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নীতীশ-তেজস্বীর পর এবার মমতার দুয়ারে কেজরিওয়াল। আজ, মঙ্গলবার ঝটিকা সফরে কলকাতায় আসছেন আপ সুপ্রিমো। দুপুরে কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি নবান্নে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। বিকেলে কলকাতা থেকে যাবেন মুম্বই।

তবে শুধু কেন্দ্রের অর্ডিন্যান্স নয়, চব্বিশের আগে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার বিষয়েও বৈঠক হতে পারে মমতা-কেজরির। এমনটাই সূত্রের খবর। তবে এই বৈঠক অ-কংগ্রেসি বিরোধী জোটের বিষয়ে হতে পারে। তৃণমূল সূত্রের খবর, নয়া ফর্মুলায় সমস্ত আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিরোধী ঐক্য তৈরির চেষ্টা হচ্ছে। তার পর কংগ্রেসের সামনে পাল্টা চাপ তৈরি রাখার কৌশল হবে।

মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশেরও পরও কেন্দ্র দিল্লিতে সরকারি আধিকারিকদের বদলি এবং পোস্টিং নিয়ে নয়া অধ্যাদেশ জারি করেছে। নয়া কমিটি তৈরি করে ক্ষমতা নিজের হাতেই রেখেছে কেন্দ্র। অর্থাৎ সুপ্রিম নির্দেশের তোয়াক্কা না করেই, যে কারণে ক্ষুব্ধ দিল্লির শাসকদল আপ।

আরও পড়ুন দিল্লি অর্ডিন্যান্সের বিরুদ্ধে সমস্বরে প্রতিবাদ চাই, কেজরিওয়াল পাশে চান মমতা, শরদ, উদ্ধবকেও

রবিবার এই মর্মেই দিল্লিতে গিয়ে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তেজস্বী যাদব। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তাঁরা কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। এবার মমতার দ্বারস্থ হচ্ছেন কেজরি। তার পর মহারাষ্ট্রে যাবেন, সেখানে এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন কেজরি। পরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করবেন তিনি।

তবে মমতা-কেজরিওয়ালের বৈঠক নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, “একজন মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটাকে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ মমতার কোনও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই।”

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য আরও কটাক্ষ করেছেন। বলেছেন, “দল বিরোধী দলগুলির এই জোটের চেষ্টা নিয়ে ভাবিত নয়। নির্বাচনের আগে বেশ কিছু দল জোট নিয়ে আলোচনা করবে এটা নিয়ম। কিন্তু দেশের মানু। আগেই ঠিক করে রেখেছেন তাঁরা স্থায়ী সরকারের পক্ষেই রায় দেবেন। তাঁরা কোনও পরীক্ষা-নিরীক্ষায় যাবেন না।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kejriwal mamata to hold talks today meeting may lead to new formula of oppn unity says tmc