/indian-express-bangla/media/media_files/2025/06/13/1Hk47LYA5cxOYQ8RAPge.jpg)
Ahmedabad Plane Crash 2025: আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পরের মুহূর্তের ছবি।
Ahmedabad plane crash:দিন তিনেকের ছুটিতে বাড়িতে এসেছিলেন এই নার্স। ইচ্ছা ছিল ব্রিটেনে চাকরির চুক্তির মেয়াদ পূর্ণ করে পাকাপাকিভাবে ফিরে আসবেন নিজের রাজ্যেই। সেখানেই করবেন চাকরি। তবে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল কেরলের এই নার্সের। বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও। এদিকে নিহত নার্সকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কেরল সরকারের এক ঊর্ধ্বতন আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ ওঠা মাত্র তাঁকে বরখাস্ত করা হয়েছে।
আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার বিমান দুর্ঘটনায় নিহত কেরলের বাসিন্দা পেশায় নার্স রঞ্জিতা গোপাকুমারনের মৃত্যু হয়েছে। তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শুক্রবার কেরালা সরকার রাজস্ব বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।
রাজস্বমন্ত্রী কে রাজন কেরালার কাসারগোদ জেলার ভেল্লারিকুন্ডু তালুকের ডেপুটি তহসিলদার এ পবিত্র্রনকে বরখাস্ত করেছেন এবং নার্স সম্পর্কে তার ফেসবুক পোস্টকে "জঘন্য" বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, যে কর্মকর্তার পোস্টটি সরকারের নজরে আসার সাথে সাথেই বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এখন মুছে ফেলা ফেসবুক পোস্টে, পবিত্র্রন ব্রিটেনে নার্স হিসেবে কর্মরত রঞ্জিতা সম্পর্কে জাতিগত এবং অশ্লীল মন্তব্য করার অভিযোগ রয়েছে। মন্তব্যগুলি ব্যাপকভাবে প্রচারিত হতে শুরু করলে, কর্মকর্তারা সেগুলি প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন- bomb threat: দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বোমা মেরে ওড়ানোর হুমকি, চূড়ান্ত সতর্কতা
রঞ্জিতা, একজন নার্স যিনি মূলত পাঠানমথিত্তা জেলার বাসিন্দা ছিলেন, তিনি ব্রিটেনে ফিরে যাচ্ছিলেন যেখানে তিনি প্রায় এক বছর ধরে চাকরি করছিলেন। গতকাল আহমেদাবাদ থেকে টেক অফের পরেই তার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
নিহত নার্সের স্বামী, মা ও দুই স্কুলপড়ুয়া সন্তান রয়েছে। পঞ্চায়েত সদস্য জনসন থমাসের মতে, “রঞ্জিতা তিন দিন আগে ব্রিটেন থেকে বাড়ি ফিরেছিলেন। তিনি সেখানে স্বাস্থ্যসেবায় নার্সের চাকরি পেয়েছিলেন। কিন্তু তার নতুন বাড়ির নির্মাণকাজের তদারকি করার জন্য তিনি একটি ছোট ছুটিতে বাড়িতে এসেছিলেন।”
ওই পঞ্চায়েত সদস্য আরও বলেন, প্রায় এক বছর আগে ব্রিটেনে চলে যাওয়ার পর থেকে, তিনি সেখানে তার চাকরির চুক্তি সম্পন্ন করতে চেয়েছিলেন। তিনি কেরালায় ফিরে রাজ্য স্বাস্থ্যসেবায় কাজ করার পরিকল্পনা করেছিলেন।”
বৃহস্পতিবার বিকেলে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ওড়ার কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। অভিশপ্ত সেই বিমানের আরোহীদের মধ্যে মাত্র একজন বেঁচে গেছেন। বিমানটি যে মেডিকেল কলেজের ডাইনিং হলের উপর ভেঙে পড়েছিল সেখানকার শিক্ষার্থীসহ বিমানে থাকা এক যাত্রী বাদে বাকি সকলেরই মৃত্যু হয়েছে, আহতও হয়েছেন অনেকে।