Advertisment

BJP VS TMC: রাস্তায় বিজেপি বিধায়কের 'দাদাগিরি', 'মারধর' সরকারি কর্মীকে! তৃণমূল চাপ বাড়াল কমিশনের উপর

Khanakul: এখনও বিজেপির ওই বিধায়ককে গ্রেফতার করা হয়নি। এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বলে সিদ্ধান্ত নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
khanakul bjp mla susanta ghosh beaten phe workers and tmc leader 750635 , খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে সরকারি কর্মী ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ

Khanakul: বিধায়কের এই মারধরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে তৃণমূল।

BJP MLA Susanta Ghosh Beaten PHE Workers And TMC Leader: ভোটের বাংলায় রাজনৈতিক পারদ চরমে উঠল। প্রকাশ্যে বিজেপি নেতার দাদাগিরি ভাইরাল। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এক সরকারি কর্মীর উপর চড়াও হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে যে, সরকারি কর্মীকে মারধর করেছেন বিজেপি বিধায়ক। যা নিয়ে তুঙ্গে চর্চা।

Advertisment

বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মারপিটের সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে তৃণমূল। যা এখন ভাইরাল। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক কর্মীকে মারধর করেছেন বিজেপি বিধায়ক বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল কর্মী অরিন্দম ভৌমিককে বিনা প্ররোচনায় হিংস্রভাবে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে। অবিলম্বে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে এই লুম্পেন সুশান্তকে গ্রেফতার করতে হবে। তবে এখনও বিজেপির ওই বিধায়ককে গ্রেফতার করা হয়নি। এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বলে সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- Rachna Banerjee: ‘ধোঁয়া’ নিয়ে মিমের পাল্টা এবার মোক্ষম ‘রিল’ রচনার! জবাব চাইলেন ‘দিদি নং ১’

স্থানীয় সূত্রে খবর, খানাকুলের রাজারহাটি এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচই পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। চেষ্টাও চলছে পরিস্থিতি স্বাভাবিক করার। এই আবহে পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে গিয়ে সেই সমস্যার কথা জানান। অভিযোগ, তারপরও পঞ্চায়েতের প্রধান-সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ নিজের দলবলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হন। অভিযোগ, বিধায়ক নিজে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এমনকী ছাড়াতে গেলে পাম্প অপারেটরের দাদা তথা তৃণমূল কংগ্রেস কর্মী অরিন্দম ভৌমিককেও মারধর করা হয়েছে।

tmc bjp Hooghly loksabha election 2024
Advertisment