রাজ্যে অ্যাডিনোভাইরাসের থাবা প্রাণ কাড়ল আরও একজনের। এবার মৃত্যু রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক কিশোরীর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কিশোরী উর্জাসাতী রায়চৌধুরীর। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল বিশেষ চাহিদাসম্পন্ন এই কিশোরী।
আতঙ্ক তুঙ্গে চলেছে অ্যাডিনোভাইরাস। এবার এক কিশোরী মারাত্মক এই ভাইরাসের সংক্রমণের বলি হল। জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোরীর নাম উর্জাসাতী রায়চৌধুরী। খড়গপুরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ওই কিশোরী। শারীরিক অসুস্থতার জন্য তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা য়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিল ওই কিশোরী। হাসপাতালে ভর্তি থাকাকালীন স্বাস্থ্য পরীক্ষায় তার অ্যাডিনোভাইরাসের সংক্রণ ধরা পড়ে। ধীরে ধীরে শারীররিক পরিস্থিতির আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
আরও পড়ুন- Adenovirus: শিশুরাই বেশি কাবু, উপসর্গ কী কী? মোকাবিলার জরুরি টিপস বিশিষ্ট চিকিৎসকের
শেষমেশ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে সংগীতে বিশেষ কৃতিত্ব অর্জন করার সুবাদে উর্জাসাতী রায়চৌধুরী নামে ওই কিশোরীকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছিল। শুধু রাষ্ট্রপতি পুরস্কার নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার সেরা হয়েছে উর্জাসাতী। স্বভাবতই এমন কীর্তিময়ী কিশোরীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর গোটা পাড়া।
আরও পড়ুন- ফের হাতির হানায় মৃত্যু, এবার বলি মাধ্যমিক পরীক্ষার্থী! ঘটনা এড়াতে এবার ‘মাস্টারপ্ল্যান’ মুখ্যমন্ত্রীর
করোনার পর রাজ্যে আতঙ্কের নতুন নাম অ্যাডিনোভাইরাস। মূলত জ্বর-সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের সমস্যাই এর লক্ষ্মণ। এই ভাইরাস শিশুদেরই বেশি কাবু করছে। ২ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে বিপদ আরও বেশি হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকদের একাংশ। ইতিমধ্যেই অ্যাডিনোভাইরাসের থাবায় এরাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শহর কলকাতা ছাড়াও এবার জেলায়-জেলায় অ্যাডিনোভাইরাসে আক্রান্তের হদিশ মিলছে।