Advertisment

অনুব্রতর ক্ষমতা তলানিতে, বীরভূমে দাঁড়িয়ে এবার কেষ্টর বুলি আওড়ালেন কাজল শেখ!

লোকসভা ভোটের আগে কীসের ইঙ্গিত?

author-image
IE Bangla Web Desk
New Update
Khela hobe kajal sheikh gave slogan of anubrata mondal in birbhum , খেলা হবে বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের স্লোগান দিলেন কাজল শেখ

অনুব্রত মণ্ডল, কাজল শেখ।

পুজো মিটতেই 'খেলা হবে' ধ্বনিতে সরগরম লাল মাটির জেলা। তবে এবার আর অনুব্রত মণ্ডল নন, বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দেওয়া ধ্বনি শোনা গেল বীরভূমের তৃণমূলী রাজনীতিতে কেষ্ট বিরোধী কাজল শেখের মুখে। মিহি সুরে জেলা পরিষদের সভাধিপতিকে বলতে শোনা যায়, 'খেলা হবে অপেক্ষা করুন।' গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি অনুব্রত। জেলা সভাপতি পদ থেকে তাঁকে না সরানো হলেও বীরভূমের দলীয় রাজনীতিতে অনেকটাই ম্লান হয়েছে একদা দোর্দদণ্ডপ্রতাপ কেষ্ট মণ্ডলের প্রভাব। সেই জায়গা ক্রমশ ভরাট করছেন কাজল নানুনের কাজল। এবার সেই কাজল শেখের মুখে কেষ্টর 'খেলা হবে' ধ্বনি বেশ তাৎপর্ষবাহী।

Advertisment

রণংদেহি কাজল শেখ

মঙ্গলবার রামপুরহাটে আইএনটিটিইউসি-র একটি সভা ছিল। সেখানেই রণংদেহি মেজাজে বক্তব্য রাখাকে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। ওই সভাতেই বিজেপিকে তুলোধনা করেন কাজল। তাঁকে বলতে শোনা যায়, 'ভোটের সময় অন্য রাজ্য থেকে প্রতিবারই আসে। ওরা আসবে। আমাদের আজকের প্রজন্মের তরুণ ভাইদের টাকার লোভ দেখিয়ে ভুল পথে চালিত করার চেষ্টা করবে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করবে। তাই আমি আমার ভাইয়ের বলব তোমরা একজোট হও, সবসময় চোখ খোলা রেখো, ঘুমিয়ে থেকো না। তাঁদের সকলকেই নির্দিষ্ট জায়গায় যেতে হবে। তবে কোথায় পাঠাতে হবে সেটা এখন বলব না। সময় এলে ঠিক বলে দেব।'

'বহিরাগত'দের জন্য কী দাওয়াই?

এ নিয়ে এখনই কিছু বলতে চাননি কাজল শেখ। শুধু বলেছেন, 'খেলা হবে অপেক্ষা করুন।'

আগামী বছর লোকসভা ভোট। তার আগেই বিরোধীদের প্রতি কড়া বার্তা দিয়ে রাখলেন কাজল। পাশাপাশি বুঝিয়ে দিলেন যে, আগামীতে বীরভূমে টানটান উত্তেজনার সম্ভবনা রয়েছে।

Khela Hobe Birbhum anubrata mondal tmc kajal shaikh
Advertisment