Kiren Rijiju meets Sudip Banerjee: দেশের ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু আগামীকাল অর্থাৎ সোমবার থেকে। তার আগে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে পৌঁছে গেলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দুই নেতার বেশ খানিকক্ষণ একান্ত বৈঠক হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুষ্ঠুভাবে অধিবেশন চলুক এটাই তাঁরা চান। অন্যদিকে সংসদ বিষয়ক মন্ত্রী, রিজিজু জানিয়েছেন, বিরোধীদের সঙ্গে নিয়েই সংসদ চালাবে কেন্দ্র।
তৃতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এসেছে মোদী সরকার। আগামীকালই শুরু লোকসভার অধিবেশন। রবিবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রিজিজু। তিনি বলেছেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এটা আমার দায়িত্ব যে সিনিয়র রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলা। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। তবে সংসদে আমাদের লক্ষ্য এক। সবার সহযোগিতা নিয়েই আমরা সংসদের অধিবেশন চালিয়ে যাব।"
আরও পড়ুন- Mango: আম কিনতে ঠকার দিন শেষ! বাম্পার কায়দায় চিনুন ফলের জাত, এলাকা, চাষীর পরিচয়
সম্প্রতি নেট দুর্নীতি প্রকাশ্যে আশায় তোলপাড় পড়ে গেছে গোটা দেশে। কেন্দ্রীয় সরকারের তুলোধনা করে সোচ্চার হয়েছে বিরোধীরা। নিট দুর্নীতি নিয়ে সংসদের অধিবেশনেও ঝড় উঠবে, অন্তত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তা পরিষ্কার।
আরও পড়ুন- Road Accident: নিউ টাউনে গতির বলি হুগলির তরুণী, অ্যাপ নির্ভর বাইকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
এ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "নিটের দুর্নীতির পরিমাপ অনেক। এর আগে ব্যাপম কেলেঙ্কারি হয়েছে। ইন্ডিয়া জোটের নেতারা সংসদ শুরুর আগে নিজেদের মধ্যে বৈঠক করবেন। এটা অত্যন্ত গুরুত্ব একটা ব্যাপার। নিট কেলেঙ্কারি নিয়ে লোকসভার অধিবেশনে আলোচনার দাবি জানাব। প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের অভিমত জানতে চাইব। বিষয়টি আমরা সহজে ছেড়ে দেব না।"