Advertisment

BJP VS TMC: কু-কথার লড়াই, এবার দিলীপকে 'মহিষাসুর' বলে কটাক্ষ তৃণমূলের কীর্তি আজাদের

Lok Sabha Poll 2024: ভোটের প্রচারে নেমে দুই ফুলের প্রার্থীই একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করছেন। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
kirti azad mahishasur dilip ghosh burdwan-durgapur loksabha constituency, দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদ

Lok Sabha Election 2024: দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ।

Burdwan-Durgapur Loksabha Constituency 2024: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রচারে প্রার্থীদের কু-কথার স্রোত জারি। ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে জায়গা করেছেন বিজেপির দিলীপ ঘোষ। তাঁকে পাল্টা দিতে গিয়ে কম যাচ্ছেন না তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। এবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে 'মহিষাসুর'-এক তুলনা টালনেন প্রাক্তন ক্রিকেট তারকা। শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা অধীন মন্তেশ্বরে প্রচারে গিয়ে কীর্তি আজাদ কলিযুগের মহিষাসুরের সঙ্গে দিলীপ ঘোষের তুলনা করেন। সেখানেই শেষ নয়, পাশাপাশি দেবী দুর্গা হিসাবে তৃণমূল নেত্রীকে মনে করিয়ে দেন, ঘোষণা করেন, বিজেপির 'মহিষাসুর'কে মমতা বন্দ্যোপাধ্যায়ই বধ করবেন।

Advertisment

ভোটের প্রচারে নেমে দুই ফুলের প্রার্থীই একে অপরকে বাক্য বাণে বিদ্ধ করছেন। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। গলসির কোলকোল গ্রামে শুক্রবার প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেছিলেন, 'দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যাঁর সমাজে কোন জায়গা নেই। উনি মা দুর্গা ও মমতা দিদিকে অপমান করেন। মহিলাদের উনি অপমান করেন। দিলীপ ঘোষ ও আরএসএস মহিলাদের সন্মান করতে যানে না। এহেন দিলীপ ঘোষের সমাজে থাকারই অধিকার নেই। দিলীপ ঘোষ ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারব।' এদিনও সেই একই সমালোচনা করার পাশাপাশি দিলীপ ঘোষকে 'মহিষাসুরে'র সঙ্গে তুলনা করেন কীর্তি আজান। বলেন, 'এমন মহিষাসুরকে বিজেপির লোক হাসপাতালে পাঠাক। না পাঠালে আমরা তৃণমূল কর্মীরা চাঁদা তুলে হাসপাতালে ওনার চিকিৎসা করাব।'

আরও পড়ুন- Dev In Ghatal: ‘তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই’, বার-বার একই কথা দেবের মুখে! কীসের ইঙ্গিত?

এদিকে কীর্তি আজাদ যখন দিলীপ ঘোষকে 'মহিষাসুরে'র সঙ্গে তুলনা করছেন তখনই বিজেপি প্রার্থীই বা মুখে লাগাম টেনে রাখেন কি করে! বাক্যবাণ ছাড়লেন দিলীপ ঘোষও। এদিন বর্ধমানের কামনাড়ার গৌর কালিবাড়ি মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন, 'মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কু-মন্তব্য করার জন্যে কমিশনের পাশাপাশি দলও দিলীপ ঘোষকে শোকজ করেছে। শুক্রবারই দিলীপ ঘোষ কমিশনের কাছে শোকজের জবাব দেন। কিন্তু তাতে কি। শনিবার ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। প্রচারের প্রথম দিন থেকেই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বাক যুদ্ধের লড়াই ঘিরে এখন সরগরম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র।

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'উনি (দিলীপ ঘোষ ) খারাপ কথা বলে বাংলার মানুষকে অসম্মান করছেন।' তবে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'তৃণমূলের নেতারই বাংলার নারীদের অসম্মান করে। সন্দেশখালি তার জলন্ত উদাহরণ। সন্দেশখালির মতো বর্ধমান-দুর্গাপুর লোকসভার মা দুর্গা-রুপী মহিলা ভোটরাও কে আসল মহিষাসুর তা চিনিয়ে দেবেন।'

tmc bjp dilip ghosh Durgapur burdwan 2024 General Election loksabha election 2024 Kirti Azad
Advertisment