Advertisment

বউবাজারে মেট্রোর কাজের জেরে বিপর্যয়, ক্ষতিগ্রস্তদের জন্য বিরাট উদ্যোগ!

মেট্রোর কাজের জেরে বউবাজারে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
kmrcl will start compensation form distribution process at kolkata bowbazar

বউবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বউবাজারে মেট্রোর কাজের জেরে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ। আজ থেকেই স্থানীয় কাউন্সিলরের কার্যালয় থেকে ফর্ম বিলি কেএমআরসিএলের। জানা গিয়েছে, আজ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য দু'ধরনের ফর্ম বিলির উদ্যোগ। আগামী সাতদিন পর্যন্ত চলবে এই ফর্ম বিলির কাজ।

Advertisment

মেট্রোরেলের কাজের জেরে ফের একবার বউবাজারের একাধিক বাড়িতে ফাটল তৈরি হয়েছে। বউবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল তৈরি হয়। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। প্রায় ছ'শো বাসিন্দাকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ক্ষতিপূরণ দিতেই আজ থেকে শুরু ফর্ম বিলি।

স্থানীয় কাউন্সিলরের কার্যালয় থেকে দু'ধরনের ফর্ম বিলি। একটি ফর্ম ক্ষতিগ্রস্ত বাড়িমালিকদের জন্য। অন্য ফর্মটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য। ফর্ম ফিলাপের পর সেটিতে সই করাতে হবে। ক্ষোভের আবহে আজ থেকেই কাউন্সিলরের কার্যালয় থেকে ফর্ম বিলি শুরু। আগামী সাতদিন পর্যন্ত এই ফর্ম বিলির কাজ চলবে। এরপর কেএমআরসিএলের আধিকারিকরা ফের এক দফায় ঘটনাস্থল পরিদর্শন করবেন। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- গাড়ির মধ্যে নগদ ২ কোটি টাকা, সোনা-হীরের গয়না, ব্যবসায়ীর গ্যারাজে হানা দিয়ে চমকে গেল পুলিশ

এদিকে, বউবাজারের এই বিপর্যয় নিয়ে ফের শুপরু রাজনৈতিক চুলোচুলি। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ''এটা কোনও সমাধান নয়, আমার সন্দেহ হচ্ছে যে সবাই ক্ষতিপূরণ পাবেন তো?'' সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার বউবাজারের মেট্রো রুট নিয়েই প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন এই বাম নেতা। সুজন বলেন, ''মেট্রো-পুরসভার ক্ষতিপূরণের ন্যায্য অঙ্ক দেওয়া উচিত। এটা বাম আমলের প্রকল্প। সব হয়ে গিয়েছিল। উনি রেলমন্ত্রী হিসেবে প্রকল্পের কাজ হাতে নিলেন। পরে মুখ্যমন্ত্রী হয়ে তালগোল পাকালেন। অন্য কাউকে সাহায্য করতে গিয়ে মেট্রোর রুট বদলে দিলেন।''

Metro kolkata news kolkata metro
Advertisment