দুর্গা দর্শন আর শুধু কলকাতায় নয়। শহর থেকে কয়েক ঘন্টা দূরেই রয়েছে তাক লাগানো ইতিহাস সমৃদ্ধ সব ঐতিহ্যশালী দুর্গা পুজো। যেতে চান? তাও নামমাত্র খরচে? পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হুগলি জেলার নামজাদা সব পুজো দেখাতে বড় আয়োজন করেছে পর্যটন দফতর। স্বাদ বদলে তাই সপ্তমী, অষ্টমী ও নবমীতে কলকাতা থেকে তাই ঘুরে আসতে পারেন পাশের জেলায়।
পর্যটন দফতরের আয়োজন-
কবে কবে কোথা থেকে গন্তব্য শুরু?
সপ্তমী (২১শে অক্টোবর), অষ্টমী (২২ অক্টোবর), নবমী (২৩ অক্টোবর) কলকাতার রবীন্দ্র সদন থেকে বাতানুকূল বাস ছাড়বে হুগলির উদ্দেশে।
সময়সীমা-
সকাল ৭টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত।
কোথায় কোথায় যাবেন?
- শ্রীরামপুর গোস্বামী বাড়ি
- বুড়ি দুর্গা
- শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ ঘোষের পুজো
- শ্যাওড়াফুলি রাজবাড়ির পুজো
- হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির
- গুপ্তিপাড়া দুর্গা বাড়ির পুজো
- গুপ্তিপাড়া সেন বাড়ির পুজো
খরচ-
জন প্রতি ৩,৪৯৯ টাকা।
খাওয়া-দাওয়া
প্যাকেটজাত প্রাতরাশ ও মধ্যাহ্নভোজ
আগ্রহীরা যোগাযোগ করুন- https://www.wbtdcl.com/