ধীরে ধীরে হলেও আবহাওয়ার বদলটা চোখে পড়ছে। তবে এখনও প্রাক-বর্ষার বৃষ্টি সেভাবে শুরু হয়নি বঙ্গে। যদিও আবহাওয়া দফতর কিন্তু অবশেষে বর্ষা নিয়ে আশার খবরই শুনিয়েছে। দুয়ারে দাঁড়িয়ে বর্ষা। আগামী ২ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মৌসুমী বায়ু ঢুকে পড়বে। সুতরাং শনি-রবিবার থেকেই রাজ্যে বর্ষার প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢুকে তা গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে।
ভ্যাপসা গরমে জেরবার পরিস্থিতি। জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যের একটা বড় অংশের বাসিন্দাদের। অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামিকাল অর্থাৎ ১০ জুন থেকেই আবহাওয়ায় বদল আসবে। ১২ তারিখ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। তবে মালদহ এবং দুই দিনাজপুরে আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশে দিন কয়েক দেরি হবে।
আরও পড়ুন- বাঙালি কন্যের এযেন অসাধ্য সাধন! অভাবনীয় কৃতিত্বকে সেরার সেরা কুর্ণিশ ‘জগৎশ্রেষ্ঠ’ বিশ্ববিদ্যালয়ের
রাজ্যের উত্তর প্রান্ত দিয়ে বর্ষা ঢুকে পড়লেও শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও অস্বস্তিকর গরম থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েকটি দিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আর মাত্র কয়েকটি দিন। তারপরেই বর্ষার প্রবেশ বাংলায়। জ্বালাপোড়া গরম থেকে মুক্তি দিতে জেলায়-জেলায় শুরু হবে বর্ষার বৃষ্টি।