Advertisment

Premium: কলকাতা নয়, বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম জানলে চমকে যাবেনই!

Education: সব জেলায় শিক্ষার হার অর্থাৎ সাক্ষরতার হার সমান নয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম জানেন? কলকাতা তালিকায় কত নম্বরে? বিশেষ এই প্রতিবেদনে শিক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গের সেরা ১০ জেলার নাম তুলে ধরা হয়েছে। ঝটপট জেনে নিন শিক্ষিত জেলার তালিকায় আপনার জেলা কত নম্বরে রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
know the name of most educated district in West Bengal, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি

প্রতীকী ছবি।

Most educated district in West Bengal: জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? কলকাতা নয় কিন্তু! বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম জানলে আপনি চমকে উঠবেন! বাংলার শিক্ষিত জেলার তালিকায় কলকাতার স্থান কত? সেটাও কিন্তু বেশ চর্চায় উঠে এসেছে।

Advertisment

বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম কী? এ ব্যাপারে নতুন করে সমীক্ষা এখনও করা যায়নি। এ ব্যাপারে পুরনো যে তথ্য ছিল সেটি পুনরায় প্রকাশ করা হল।

পশ্চিমবঙ্গের শিক্ষিত ১০ জেলার একটি তালিকা প্রকাশ করা হল। ১ থেকে ১০-এর তালিকায় ১০ নম্বর স্থান নদিয়া জেলার। এই জেলায় সাক্ষরতার হার ৭৫.৫৮ শতাংশ। তালিকায় নবম স্থানে রয়েছে বর্ধমান জেলা। অধুনা এই জেলায় সাক্ষরতার হার ৭৭.১৫ শতাংশ। শিক্ষিত জেলার তালিকায় রাজ্যে ৮ নম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার নাম। এই জেলায় সাক্ষরতার হার পুরনো হিসেব ধরলে ৭৮.৫৭ শতাংশ। পুরনো তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুর রয়েছে তালিকায় সপ্তম স্থানে। এই জেলায় সাক্ষরতার হার ৭৯.০৪ শতাংশ।

আরও পড়ুন- Mamata Banerjee on CV Ananda Bose: ‘টাকার প্রয়োজন হলে বলুন, আমি ব্যবস্থা করে দেব’, হঠাৎ রাজ্যপালকে কেন একথা মুখ্যমন্ত্রীর?

উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) রয়েছে সাক্ষরতার হারে ষষ্ঠ স্থানে। পাহাড়ি এই জেলায় সাক্ষরতার হার ৭৯.৯২ শতাংশ। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হুগলি জেলার নাম। এই জেলায় সাক্ষরতার হার ৮২.৫৫ শতাংশ। কলকাতা লাগোয়া হাওড়া জেলা রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। পুরনো তথ্য ঘেঁটে দেখা গেছে হাওড়ায় সেই সময় সাক্ষরতার হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

আরও পড়ুন- Mamata Banerjee on Durga Puja 2024: আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান, ক্লাবগুলিকে শারদোৎসবে ঢালাও ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে শিক্ষিত জেলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় সাক্ষরতার হার ৮৪.৯৫ শতাংশ। সাক্ষরতার হারে রাজ্যে দ্বিতীয় মহানগরী তিলোত্তমা কলকাতা। কলকাতায় সাক্ষরতার হার ৮৭.১৪ শতাংশ। বাংলার সবচেয়ে শিক্ষিত জেলা হিসেবে তালিকায় একেবারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলার ৮৭.৬৬ শতাংশ মানুষ শিক্ষিত।

Education West Bengal Most educated district
Advertisment