Advertisment

Premium: এক ক্লিকেই ২৫ কলেজে আবেদনের সুযোগ, ভর্তির ক্ষেত্রে অনিয়ম রুখতে রাজ্যের জবরদস্ত পদক্ষেপ

স্নাতকস্তরের ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে অবশেষে অবশেষে চালু হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল।

author-image
IE Bangla Web Desk
New Update
College Admission 2024,College Admission,College,Admission in College,Bengal Education,HS Exam 2024,Admission in West Bengal Colleges,কলেজে ভর্তি কবে থেকে,কলেজে অনলাইনে ভর্তি,কেন্দ্রীয় ভাবে কলেজে ভর্তি,অনলাইন কলেজ অ্যাডমিশন,অনলাইন পোর্টালে কলেজে ভর্তি"

স্নাতকস্তরের ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে অবশেষে অবশেষে চালু হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল।

Centralised admission portal: রাজ্যের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির জন্য আজ থেকে চালু হল কেন্দ্রীয় ভাবে ভর্তির প্রক্রিয়া। এর ফলে ছাত্র-ছাত্রীদের আলাদা-আলাদা ভাবে কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনের আর প্রয়োজন পড়বে না। সেন্ট্রালাইজড অফিসিয়াল পোর্টালের মাধ্যমেই একই সঙ্গে ২৫টি কলেজে আবেদনের সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা।

Advertisment

স্নাতকস্তরের ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে অবশেষে অবশেষে চালু হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। তবে আজ থেকে চালু হলেও আগামী ২৪ জুন থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা।

বুধবার স্নাতকস্তরে ভর্তির জন্য নয়া এই পোর্টালটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ২৪ জুন থেকে পোর্টালের মাধ্যমে স্নাতকস্তরে রাজ্যের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়ুয়ারা ভর্তির আবেদন করতে করতে পারবেন। আগামী ৭ জুলাই পর্যন্ত খোলা থাকবে এই পোর্টাল। এর মধ্যে পড়ুয়াদের ভর্তির আবেদন করতে হবে। আগামী ৭ অগাস্টের মধ্যে শেষ হবে যাবতীয় প্রক্রিয়া। উল্লেখ্য পোর্টালের মাধ্যমে একই সঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

কীভাবে কেন্দ্রীয় পোর্টালের আবেদন করতে পারবেন পড়ুয়ারা সেব্যাপারে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অফিশিয়াল পেজে বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে। প্রথমেই 'বাংলার উচ্চশিক্ষা' ওয়েবসাইটে অথবা https://wbcap.in/ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এরপর 'সেন্ট্রালাইড অ্যাডমিশন পোর্টাল'-মাধ্যমে আবেদনের পর কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা প্রকাশ পাবে।
ওয়েব সাইট বা পোর্টালের মাধ্যমে নিজের পছন্দের কোর্স, কলেজ বেছে নিতে হবে পড়ুয়াদের। এরপর সার্চ করলেই সংশ্লিষ্ট কলেজের পেজ ওয়েবসাইট দৃশ্যমান হবে। সেখানে কলেজের ওয়েবসাইট, আসন সংখ্যা, কোর্স ফি এবং যোগ্যতা এই সংক্রান্ত সকল তথ্য দেখতে পাবেন আবেদনকারীরা।

আরও পড়ুন : < Health Scheme: চিকিৎসায় বিরাট জোর কেন্দ্রের, রোগীদের জন্য বিশাল ব্যবস্থার আয়োজন >

এই পোর্টালের মাধ্যমে সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করা যাবে। কলেজে আবেদন সম্পুর্ণ বিনামূল্যে। কোনও পড়ুয়া কোনও কলেজে ভর্তি হলেও অন্য কলেজে পরবর্তীতে যেতে পারবেন। উল্লেখ্য ৮ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময়। অবশেষে ১৯ জুন কেন্দ্রীয় ভাবে ভর্তির প্রক্রিয়া চালু করা হল রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম রুখতে ২০২২ সালেই কেন্দ্রীয় ভাবে ভর্তির চালুর বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছিল রাজ্য। কলেজে ভর্তির ক্ষেত্রে বারে বারে যে অনিয়মের অভিযোগ সামনে আসে এবার তা অনেকটাই কমবে বলে আশাবাদী শিক্ষাবিদ ও ওয়াকিবহল মহলের একাংশ।

West Bengal college admission
Advertisment