SIR: কে আপনার বুথের দায়িত্বে? এক মিনিটেই বের করুন BLO ও ERO-র নাম ও নম্বর !

BLO-ERO: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালু। আপনার ভোট বুথের বিএলও, ইআরও ও ডিইও-র নাম ও ফোন নম্বর জেনে নিন এক ক্লিকেই। শুধু ভোটার কার্ডের ইপিক নম্বর দিলেই মিলবে সব তথ্য।

BLO-ERO: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালু। আপনার ভোট বুথের বিএলও, ইআরও ও ডিইও-র নাম ও ফোন নম্বর জেনে নিন এক ক্লিকেই। শুধু ভোটার কার্ডের ইপিক নম্বর দিলেই মিলবে সব তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
BLO ERO contact, voter officer, sir, polling booth search, election helpline ,বিএলও ইআরও নাম, বুথ অফিসার খোঁজ, ভোটার হেল্পলাইন, ভোটার তথ্য,এসআইআর

SIR: মঙ্গলবার থেকেই বঙ্গে চালু এসআইআর।

SIR: মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর(SIR)। যা নিয়ে তোলপাড় চলছে বাংলা জুড়ে। এদিন কলকাতায় তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরুদ্ধে মিছিল করবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি রেড রোডে বিআর আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে, শেষ হবে জোড়াসাঁকোতে। রাজ্যে বেশ কয়েকজনের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যথারীতি এই দাবি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। টানটান উত্তেজনার মধ্যে বিএলও-রা আজ ভোটারদের বাড়ি বাড়ি যাবেন।

Advertisment

গতকাল, সোমবার শেষ হয়েছে পাড়ার সমাধান প্রকল্প। আজ ময়দানে নামবেন বিএলও-রা। কিন্তু কে আপনার বুথের বিএলও? ইএলও? জানবেন কি করে? তাদের ফোন নম্বর পাবেন কোথা থেকে? এই জরুরি তথ্য পাওয়াও এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনার হাতের অ্যান্ড্রোয়েড মোবাইল ফোনটিই আপনাকে জানিয়ে দেবে আপনার BLO কে, তাঁর ফোন নম্বর কত। শুধু নীচের লেখা কয়েকটি স্টেপ ফলো করতে হবে।

আরও পড়ুন- Mithun Chakraborty: 'দল চাইলে মুখ্যমন্ত্রী হব', প্রতি বিধানসভায় ‘মিঠুন যোদ্ধা’ কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর

Advertisment

প্রথমে আপনার অ্যান্ড্রোয়েড ফোনের গুগল ক্রোম অপশনটি ওপেন করতে হবে। সেখানে সার্চ করতে হবে ইলেকট্রোরাল রোল। Electroral Roll সার্চ করুন। তারপর সেখানে ক্লিক করতে হবে। এরপর প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ইলেক্টোরাল রোলে ক্লিক করতে হবে। এবার এই পেজ ওপেন হবে। দেখবেন পেজের বাঁদিকে ওপরে তিনটে সমান্তরাল লাইন আছে। ওই তিন লাইনে ক্লিক করতে হবে। তারপর নানা ধরনের অপশন আসবে।

Voter, Political Parties/Candidate, ECI Official... এমন নানা হেডার দিয়ে অপশন থাকবে। প্রথম Voter অপশনের ৬ নম্বরে একটি অপশন থাকবে Know Your Polling Booth (নো ইয়োর পোলিং বুথ)। সেখানে ক্লিক করতে হবে।

আরও পড়ুন-SIR: 'সংসার-স্কুল সামলে রাতে ভোটারদের বাড়ি যাওয়া সম্ভব নয়', ক্ষোভে ফেটে পড়লেন BLO-রা

একটু সময় নিতে পারে পেজ ওপেন করতে। সেখানে ভোটার কার্ডের এপিক নম্বর দেওয়ার অপশন আসবে। ভোটার কার্ডের এপিক নম্বর দিতে হবে। তার নীচে একটা ক্যাপচা আসবে। ঠিক করে ক্যাপচা দিতে হবে। তারপর সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলেই এক নিমিষেই চলে আসবে আপনার জবাব। আপনি জেনে যাবেন আপনার বুথের বিএলওর নাম এবং তাঁর ফোন নম্বর।

আরও পড়ুন-ইউটিউবে ১০০,০০০ ভিউ? জানেন কত টাকা আয়? শুনলে চাকরি ছেড়ে ভিডিও বানাবেন

এমনকী ইআরওর নাম, ফোন নম্বরও চলে আসবে। থাকবে ডিইও-র নামও। তার নীচেই চলে আসবে আপনার বুথের নাম, আপনি কোন বিধানসভা ও লোকসভার ভোটার। অর্থাৎ দেরি না করে সহজে নিজেই জেনে নিন আপনার বিএলও-র নাম। শুধু মোবাইল নয় ল্যাপটপ, ডেস্কটপ যে এমন যে কোনও গেজেট ক্লিক করলেই আপনার উত্তর পেয়ে যাবেন।

BLO Latest news SIR west bengal latest news West Bengal News election commission