Durga Puja 2025: রানি রাসমণির বাড়ি থেকে হাটখোলা দত্তবাড়ি: বনেদি বাড়ির অষ্টমী পুজোয় ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

Heritage house Durga Puja: পুরনো রীতি মেনেই বনেদি বাড়িতে দশভুজার আরাধনা। নিজ গুণে আজও অদ্বিতীয় এই পুজোগুলি।

Heritage house Durga Puja: পুরনো রীতি মেনেই বনেদি বাড়িতে দশভুজার আরাধনা। নিজ গুণে আজও অদ্বিতীয় এই পুজোগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা বনেদি বাড়ি পুজো,  অষ্টমী পুজো কলকাতা,  শোভাবাজার রাজবাড়ি পুজো,  হাটখোলা দত্তবাড়ি পুজো  ,কুমোরটুলি দুর্গা পুজো,  বাগবাজার পুজো অনুষ্ঠান  ,ধুনুচি নাচ ও আরতি,  কলকাতা সাংস্কৃতিক ঐতিহ্য,  প্রাচীন রীতিনীতি দুর্গাপূজা,  বনেদি বাড়ির দুর্গা পূজা,Kolkata heritage house puja,  Ashtami puja Kolkata,  Shobhabazar Rajbari puja,  Hatkhola Dutt Bari puja  ,Kumartuli Durga Puja  ,Baghbazar Durga Puja  ,Dhunuchi dance and arti  ,Kolkata cultural heritage,  Traditional rituals Durga Puja  ,Heritage house Durga Puja

Ashtami puja Kolkata: উত্তর কলকাতার একটি পুজো মণ্ডপে কুমারী পুজোর আয়োজন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Ashtami puja Kolkata:কলকাতার বনেদি বাড়িগুলিতে অষ্টমী পুজো মানেই এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। মঙ্গলবার, শহরের ঐতিহ্যবাহী বাড়িগুলিতে অনুষ্ঠিত হয় মহা অষ্টমীর পুজো, যা প্রাচীন রীতিনীতি ও আচার-অনুষ্ঠানে পূর্ণ।

Advertisment

শোভাবাজার রাজবাড়ি, হাটখোলা দত্তবাড়ি, কুমোরটুলি, বাগবাজারের মতো বনেদি বাড়িগুলিতে এই দিনটি বিশেষ গুরুত্ব পায়। সকালবেলা কুমারী পুজো, সন্ধ্যায় সাঁঝি পুজো, এবং রাতের আরতি ও ঢাক-ঢোলের আওয়াজে মেতে ওঠে পরিবেশ। ঠাকুরদালানে দেবী দুর্গার পূজা, ভোগ নিবেদন, এবং ধুনুচি নাচের মাধ্যমে পুজোর আয়োজন সম্পন্ন হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: পুজোর মধ্যেই তুলকালাম জগদ্দলে, অর্জুন সিংয়ের বাড়ির সামনে ফের বোমা-গুলি, ভাঙচুর ভাইপোর গাড়িতে

Advertisment

এই পুজোগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও আচার-অনুষ্ঠান। প্রতিটি বাড়ির পুজোতে রয়েছে এক বিশেষ আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা শহরের পুজো সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন-Kolkata Metro: QR টিকিটের সুনামি কলকাতা মেট্রোয়! এক দিনে সর্বোচ্চ বিক্রির অভাবনীয় নজির!

বনেদি বাড়ির অষ্টমী পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই পুজোর মাধ্যমে শহরের মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে।

kolkata Bengali News Today Durga Puja 2025