Advertisment

লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃত্যু, তুমুল বিক্ষোভ, গাড়ি-ভাঙচুর আগুন

ফের শহর কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata behala road accident locals shows protest

প্রতীকী ছবি।

ফের শহর কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। সাতসকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ শহরতলির বেহালায়। বেপরোয়া লরির ধাক্কায় খুদে স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। রাস্তায় মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। সরকারি বাসে ভাঙচুর, পুলিশের গাড়িতেও ভাঙচুর-আগুন। পরিস্থিতি সামাল দিতে RAF নামানো হয়।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বেহালা চৌরাস্তার মোড়ে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে। এদিন বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাচ্ছিল দ্বিতীয় শ্রেণির ওই খুদে পড়ুয়া। তখনই বেপরোয়া একটি লরি এসে ওই সাইকেলে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুল পডুয়ার। সাইকেল থেকে ছিটকে পড়েন শিশুটির বাবাও। স্থানীয়রাই আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন- তোলপাড় ফেলা অভিযোগ মমতা ব্যানার্জির, ফাঁস করলেন বিরাট ষড়যন্ত্র

এদিকে, দুর্ঘটনায় শিশু পড়ুয়ার মৃত্যুর পর থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এলাকার সিগন্যালিং সিস্টেম নিয়ে ব্যাপক ক্ষোভ বাসিন্দাদের। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে টাকা তোলারও অভিযোগ স্থানীয়দের একাংশের। এরপরেই মৃতদেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পরিস্থিতি আরও চরমে ওঠে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয়দের। ডায়মন্ড হারবার রোডে তুমুল যানজট তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। RAF নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। তবে ক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের একটি গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয়। সরকারি একটি বাসেও চলে ব্যাপক ভাঙচুর। লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সব মিলিয়ে সাতসকালে বেহালা চৌরাস্তা এলাকার পরিস্থিতি তুমুল উত্তপ্ত।

kolkata news accident Road Accident
Advertisment