বউবাজারে মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে ফাটলের জের, আজ শনিবার মদন দত্ত লেনের আরও বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরানো হতে পারে নিরাপদ আশ্রয়ে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটলের পরপরই চূড়ান্ত তৎপরতা শুরু করে কেএমআরসিএল। আপাতত দেড়শোরও বেশি বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে।
মেট্রোরেলের কাজের জেরে সুড়ঙ্গে জল ঢুকে গিয়ে গতকাল ভোররাত থেকে বউবাজার এলাকার মদন দত্ত লেনের কমপক্ষে ১০টি বাড়িতে ফাটল দেখা যায়। তারই জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল দিনভর বউবাজারে মাটির নীচে চলেছে গ্রাউটিংয়ের কাজ। মেট্রোর ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে এসে মাটি পরীক্ষা করেছেন। শুক্রবারের পর শনিবারও বউবাজার চত্বরে মাটির নীচে রাসায়নিক ঢুকিয়ে গ্রাউটিংয়ের কাজ চলছে।
আরও পড়ুন- ‘আমরা ডোবারম্যান-গ্রেট ডেন’, সুদীপের ‘হাতি চলে বাজার’-এর পাল্টা বললেন তাপস
তবে জানা গিয়েছে, গতকাল রাত পর্যন্তও মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকেছে। ওই জল আটকানোই মস্ত চ্যালেঞ্জ কেএমআরসিলের কাছে। গতকাল ১০টি বাড়িতে ফাটলের খবর মিললেও স্থানীয়রা বলছেন, ফাটল ধরেছে আরও কিছু বাড়িতে। জানা গিয়েছে, আজ এলাকার সব বাড়িই ঘুরে দেখবেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। প্রয়োজনে আরও পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হবে।
বউবাজারে মোতায়েন রেছে পুলিশ, বিপর্য মেকাাবিলা বাহিনীর সদস্যরা। এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। মেট্রেরা পদস্থ কর্তারা অহরহ আসা-যাওয়া করছেন। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি মেট্রোর কর্তাদের।