Kolkata Building Collapsed: গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ৯, প্রোমোটারের বিরুদ্ধে খুনের মামলা পুলিশের
Under-Construction Building Collapses: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মহম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে।
Garden Reach Kolkata: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মহম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে।
Advertisment
পুলিশ জানিয়েছে, বহুতলটি ৫ তলা ছিল। ধৃত জেরায় জানিয়েছে, উপরের ফ্লোরে দেওয়াল তোলা হচ্ছিল। তার ফলে বিপর্যয় ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। রাত পর্যন্ত উদ্ধারকাজের সময় আরও কয়েকজন আটকে রয়েছেন বলে খবর। রাতে আলোর অভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকালে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন বলে খবর।
গার্ডেনরিচ কাণ্ডে এখনও পর্যন্ত পুরসভার অ্যাসিস্ট্যান্ট এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। পুকুর বুজিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন-পুরসভার নাকের ডগায় এই বেআইনি কাজ কীভাবে তারও কোনও উত্তর নেই।
গোটা ঘটনার দায় বাম আমলের উপর চাপিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বিরোধীদের দাবি, কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র। যা নিয়ে পাল্টা তোপ দেগেছেন প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, "যদি আপনারা তদন্ত করে দেখবেন, ১৪ বছর ধরে টানা ওখানে কাউন্সিলর বা বিধায়ক ওই বাড়ির মালিকের থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই। তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।"